This Article is From Jul 30, 2018

শহরের পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার জালিয়াত

পুদুচ্চেরীর পুলিশের সঙ্গে হাত মিলিয়ে সিআইডির গোয়েন্দারা শ্যাম মৈত্র নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেন।

শহরের পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার জালিয়াত

পুদুচ্চেরী পুলিশ যোগাযোগ করে রাজ্যের গোয়েন্দাসংস্থা সিআইডির সঙ্গে। যৌথভাবে অভিয়ান চালানো হয়।

কলকাতা:

স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড (সেল)-এর পদস্থ কর্তা সেজে প্রতারণার জন্য শহরের একটি পাঁচতারা হোটেল থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল সিআইডি। পুদুচ্চেরীর পুলিশের সঙ্গে হাত মিলিয়ে সিআইডির গোয়েন্দারা শ্যাম মৈত্র নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে অভিযোগ, একটি ওয়েবসাইটে ‘সেল’-এর এজিএম সেজে বসে ‘সেল’-এর পণ্য কিনতে বলতো সে বিভিন্ন লোককে। পুদুচ্চেরীর একটি সংস্থার করা অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তির সন্ধানে নামে পুলিশ। ওয়েবসাইটের মাধ্যমে তাকে 35 মেগাটন স্টিলের বরাত দিয়েছিল ওই সংস্থা। কিন্তু, ওই পরিমাণ স্টিল সে দিতে পারেনি সে সংস্থাকে বলে জানান পুলিশের এক কর্তা।

“ওই সংস্থা 58 লক্ষ 32 হাজার টাকা দিয়েছিল শ্যাম মৈত্রকে। আরটিজিএসের মাধ্যমে। পুদুচ্চেরীতে 26 জুলাই তার নামে অভিযোগ দায়ের করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ব্যক্তি প্রথমে নিজের সম্বন্ধে বলেছিল, সে হল ‘সেল’-এর অতিরিক্ত জেনারেল ম্যানেজার ভোলানাথ বিশ্বাস। শুধু তাই নয়। সেল-এর পণ্য কেনার জন্যও চাপ দিত সে ক্রেতাদের”, বলেন তিনি।

পুদুচ্চেরী পুলিশ যোগাযোগ করে রাজ্যের গোয়েন্দাসংস্থা সিআইডির সঙ্গে। যৌথভাবে অভিয়ান চালানো হয়। শহরের একটি পাঁচতারা হোটেল থেকে তারপর পাকড়াও করা হয় ওই ব্যক্তিকে।

প্রাথমিক তদন্তে আরও জানা গিয়েছে, 2014 সাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তের বহু মানুষের সঙ্গে প্রতারণা করে এসেছে ওই ব্যক্তি। কয়েক কোটি টাকার বেশি হাতিয়েছে সে প্রতারণা করে।

“দুর্গাপুরের বাসিন্দা এই অভিযুক্ত তার বিরুদ্ধে হওয়া সমস্ত অভিযোগ স্বীকার করেছে। তদন্ত চালাচ্ছে পুদুচ্চেরী পুলিশ”, বলেন তিনি।   



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.