This Article is From Jun 03, 2019

দিল্লির মেট্রো এবং বাসে বিনা খরচে যাতায়াত করতে পারবেন মহিলারা: অরবিন্দ কেজরিওয়াল

সম্প্রতি লোকসভা নির্বাচনে আম আদমি পার্টি (AAP)-কে চরম অসফলতার মুখ দেখতে হয়েছে।

দিল্লির মেট্রো এবং বাসে বিনা খরচে যাতায়াত করতে পারবেন মহিলারা: অরবিন্দ কেজরিওয়াল
নিউ দিল্লি:

আজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Chief Minister Arvind Kejriwal) ঘোষণা করেছেন, এবার থেকে দিল্লির (Delhi) মহিলারা সরকারি বাস ও মেট্রোতে বিনা খরচে যাতায়াত করতে পারবেন। সম্প্রতি লোকসভা নির্বাচনে আম আদমি পার্টি (AAP)-কে সাতটি লোকসভা আসনেই হারতে হয়েছে। কেজরিওয়াল জানিয়েছেন, এই সিদ্ধান্ত কার্যকর করতে দিল্লি সরকারের ৭০০ কোটি টাকা বার্ষিক খরচ পড়বে। তিনি বলেন, ‘‘যাঁরা বিনামূল্যে টিকিট কিনতে চাইবেন, তাঁদের ভর্তুকি গ্রহণ করতে হবে। অনেক মহিলাই এই পরিবহনের খরচ বহন করতে সক্ষম। কাজেই যাঁরা পারবেন, তাঁরা যদি টিকিট কেনেন ও নিজেদের ভর্তুকি না নেন, তাহলে বাকিরা সুবিধা নিতে পারবেন।''

দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকার দিল্লি মেট্রো ও পাবলিক বাসে মহিলাদের পরিবহনের সব খরচ বহন করবে। তিনি বলেন, ‘‘দিল্লি একমাত্র সরকার, যারা সৎ। আপনার অর্থকে সুবিধাপ্রাপ্তিতে খরচ করছে। এবং তারপরেও লাভে চলছে।''

‘‘এই মুহূর্তে আমাদের সচেতনতা হল মহিলাদের নিরাপত্তা বিষয়ক। মেট্রো নিয়ে অনেক প্রশ্ন উঠছে। কিন্তু আমরা আপনাদের এই প্রস্তাবের প্রতিটি ধাপ সম্পর্কে জানাব।''

২০১৫ সাল থেকে দিল্লিতে ক্ষমতায় রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল আপ। এবারের লোকসভা নির্বাচনে সাতটি লোকসভা আসনের প্রতিটিতেই হারতে হয়েছে তাদের। বিজেপি সব ক'টি আসনেই জয়লাভ করেছে। এর ফলে আগামী বছরের বিধানসভা নির্বাচনে আপ বিপদে পড়তে পারে, এই সম্ভাবনা দেখা দিয়েছে।

কেবল বিজেপিরই নয়, কংগ্রসের থেকেই পিছিয়ে পড়েছে আপ। নির্বাচনের ফলাফল থেকে দেখা যাচ্ছে, তারা প্রাপ্ত ভোটের হিসেবে তিন নম্বরে। নিঃসন্দেহে এটা তাদের পক্ষে যথেষ্ট উদ্বেগের। গতবারের বিধানসভায় আপ গতবার ৭০টি আসনের মধ্যে ৬৭টিতে জয়লাভ করেছে।

.