फ्रेंच एल्प्स के टिगनेस स्की रिसोर्ट में आया बर्फीला तूफान.
সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে. মোবাইল ফোন থেকে শুট হওয়া এই ভিডিওটি ইতিমধ্যে বেশ কিছু লোক শেয়ার করে ফেলেছে. ফ্রেঞ্চ আল্পসের টিগনেস স্কি রিসোর্টে বরফের ঝড় এসেছিল. এই ঘটনায় কোনো মৃত্যুর খবর আসেনি, মঙ্গলবার সন্ধ্যায় পাহাড় থেকে বরফ পড়তে শুরু করে. যার ফলে রাস্তায় বরফ এসে যায় এবং বেশ কিছু গাড়ি বরফের তলায় চাপা পড়ে. Baptiste chassang এই ভিডিওটি ফেসবুকে পোস্ট করেছে.
যখন পাহাড়ের ওপর থেকে বরফ গড়িয়ে আসছিল তখন chassang ভিডিওটি বানাতে শুরু করেছিলেন, কয়েক সেকেন্ডের মধ্যেই বরফ তাঁর সামনে এসে যায় যার ফলে তাঁকে সেখান থেকে পালাতে হয়েছিল. তাঁর আশেপাশের লোকেরাও পালাতে শুরু করেছিল. লোকেদের বাঁচানোর জন্য এমার্জেন্সি ক্রু উপস্থিত ছিল, যার ফলে বরফের আশেপাশে কারা আছে তা সহজেই ধরা পরে যায়. রেসকিউ টিম সকলকে সুরক্ষিত স্থানে নিয়ে যায়, পরিস্থিতি সাধারণ হতে কয়েক ঘন্টা সময় লাগে.
Click for more
trending news