রাফাল চুক্তি নিয়ে কংগ্রেস তীব্র আক্রমণ করল মোদীকে।
হাইলাইটস
- ভারতের অংশীদারের ব্যাপারে তারা কোনওভাবেই যুক্ত ছিল না, জানাল ফ্রান্স
- অনিল আম্বানির সংস্থার সঙ্গে চুক্তি করার প্রস্তাব দেওয়া হয়েছিল ফ্রান্সকে
- প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে এই তথ্য যাচার করা হচ্ছে
নিউ দিল্লি: মাল্টিমিলিয়ন ডলারের রাফাল জেট চুক্তির জন্য ভারত সরকার অনিল আম্বানির রিলায়েন্স ডিফেন্সকে ভারতের অংশীদার হিসেবে রাখার প্রস্তাব করেছিল বলে প্রাক্তন ফরাসি রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া অল্যাঁদ যে বোমা ফাটিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতেই ফরাসি সরকার শুক্রবার জানিয়ে দিল, ভারতের পছন্দের শিল্পপতিকে তারা কোনওভাবেই এই প্রকল্পের সঙ্গে যুক্ত করেনি। ফরাসি সরকার আরও জানায় যে, তাদের কাজ ছিল পণ্যের ঠিকঠাক বিলি এবং তার মানের ব্যাপারে নিশ্চিত হওয়া।
এই বিষয়ে দশটি গুরুত্বপূর্ণ তথ্য:
1. দাসোল্ট অ্যাভিয়েশন একটি বিবৃতিতে জানিয়েছে, “মেক ইন ইন্ডিয়ার নীতি মেনেই দাসোল্ট অ্যাভিয়েশন ভারতের রিলায়েন্স গ্রুপের সঙ্গে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে ইতিবাচক সিদ্ধান্ত নেয়।
2. ফরাসি সরকার অপর একটি বিবৃতিতে জানায়, রাফাল চুক্তিতে ভারতের অংশীদারি সংস্থাকে পছন্দ করার ব্যাপারে ফরাসি সংস্থাগুলির সমস্তরকম স্বাধীনতা আছে।
3. শুক্রবার সকালে ফ্রান্সের বিখ্যাত জার্নাল মিডিয়াপার্ট প্রাক্তন ফরাসি রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া অল্যাঁদকে উদ্ধৃত করে জানায়, “আমাদের এই ব্যাপারে কিছু বলারই ছিল না। ভারত সরকারই প্রস্তাব দিয়েছিল দাসোল্ট অ্যাভিয়েশনের সঙ্গে অনিল আম্বানির গ্রুপের চুক্তি করার ব্যাপারে। আমাদের ওই সময় কিছু করারও ছিল না। যে পার্টনার দেওয়া হয়েছিল আমাদের ভারত সরকারের তরফ থেকে, তার সঙ্গেই কাজ করতে হয়েছে।
4. এই অভিযোগ অস্বীকার করে প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানান, এই অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং তিনি এই কথাও উল্লেখ করেন যে, “ভারত বা ফ্রান্সের সরকারের বাণিজ্যিক সিদ্ধান্ত নিয়ে কিছু বলার ছিল না।
5. সরকারের বিরুদ্ধে তার পুঁজিবাদী ‘বান্ধব’দের সুবিধার জন্য রাফাল চুক্তিকে ‘ব্যবহার’ করার অভিযোগ তুলেছে বিরোধীরা। সংশ্লিষ্ট সংস্থার বিমান তৈরির কোনও পূর্ব অভিজ্ঞতা না থাকায় এই অভিযোগের বুনোট আরও শক্ত হয়েছে।
6. অনিল আম্বানির নেতৃত্বাধীন সংস্থা বিমান তৈরির যন্ত্রাংশ বানানোর জন্য চুক্তিবদ্ধ হয়েছিল।
7. কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী রাফাল চুক্তি নিয়ে তীব্র আক্রমণ করলেন মোদী সরকারকে।
8. গত ডিসেম্বরে রাহুলকে চিঠি দিয়ে নিজের সংস্থার পক্ষে কথা বলেছিলেন অনিল আম্বানি।
9. রাফালের ইঞ্জিন তৈরিতে আরও যে তিনটি ফরাসি সংস্থা যুক্ত ছিল তারা হল- সাফ্রাঁ, এমবিডিএ এবং থালেস
10. পুঁজিবাদী বন্ধুদের সঙ্গে সখ্যের কারণে নিজের দেশে সমালোচিত হচ্ছেন ফ্রাঁসোয়া অল্যাঁদ।