This Article is From Jan 21, 2019

নতুন মামলায় জেলবন্দি খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারি

দুর্নীতির একাধিক মামলায় দোষ প্রমাণিত হওয়ায় জেলেই আছেন খালেদা। আরও কয়েকটি মামলা  নিয়ে  আদালতে  শুনানি চলছে।

নতুন মামলায় জেলবন্দি খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারি

পরের মাসের ১৮ তারিখের মধ্যে এই বিষয়ে  নিজেদের অভিমত জানাবে হাসিনা প্রশাসন।

হাইলাইটস

  • দুর্নীতির একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলেই রয়েছেন বিএনপি নেত্রী
  • এ বি সিদ্দিকি নামে এক আবেদনকারী গ্রেফতারি পরোয়ানা চেয়ে আবেদন করেন
  • ১৮ তারিখের মধ্যে এই বিষয়ে নিজেদের অভিমত জানাবে হাসিনা প্রশাসন
ঢাকা:

২০১৪ সালে জ্বালাময়ী বক্তব্য পেশ করে ধর্মীয় বিশ্বাসে আঘাত  দেওয়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করল ঢাকার একটি আদালত। এমনিতে দুর্নীতির একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলেই রয়েছেন বিএনপি নেত্রী। গত রবিবার এ বি সিদ্দিকি নামে এক আবেদনকারী গ্রেফতারি পরোয়ানা চেয়ে আবেদন করেন। এরপরই ঢাকা মেট্রোপলিটন আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে  বলে  জানিয়েছে ঢাকা ট্রিবিউন। শুধু তাই নয় এই মামলায় তাঁকে গ্রেফতার করা নিয়ে সরকারের বক্তব্যও জানতে চেয়েছে  আদালত। পরের মাসের ১৮ তারিখের মধ্যে এই বিষয়ে  নিজেদের অভিমত জানাবে হাসিনা প্রশাসন।

'অতিথি দেব ভব', বিরোধী নেতাদের খাবার পরিবেশন করে চমক মমতার

দুর্নীতির একাধিক মামলায় দোষ প্রমাণিত হওয়ায় জেলেই আছেন খালেদা। আরও কয়েকটি মামলা  নিয়ে  আদালতে  শুনানি চলছে।  কয়েক দিন আগে বাংলাদেশে ভোট  হয়েছে। সেই ভোটে  অংশ নিতে পারেননি খালেদা। নিয়ম বলছে, আড়াই বছরের চেয়ে বেশি সাজা হলে কোনও প্রার্থী এ দেশের নির্বাচনে অংশ নিতে পারে না। কিন্তু খালেদাকে  তার চেয়ে অনেক বেশি দিনে জেলে থাকতে হবে। তাই ভোটে লড়া হয়নি খালেদার। তাছাড়া ভোটে হেরে যায় তাঁর  দলও। ৩০০টি আসনের মধ্যে মাত্র কয়েকটি বাদ দিয়ে সবকটিতেই জেতে হাসিনার দল আওয়ামি লিগ। যদিও ভোটে কারচুপির অভিযোগ তুলে  নতুন করে  নির্বাচনের দাবি জানায়  বিরোধীরা। সেই দাবি খারিজ করে দেয়  নির্বাচন কমিশন। চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়া  সেখ হাসিনাও জানান নতুন  করে ভোট হবে না । একেবারে নিয়ম মেনেই হয়েছে ভোট গ্রহণ। তাঁরা বিবেকের কাছে পরিস্কার।                                         

                                    



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.