সবার মনেই এখন পেট্রোল ডিসেলের মূল্য বৃদ্ধি নিয়ে কথা, সেটা নিয়েও টুইটার ভরে উঠল মিম ও জোক্সে
পেট্রোল ও ডিসেলের মূল্য বৃদ্ধি শুক্রবার অবধি, একটি রোয়ের মধ্যে 12 বারের জন্য বৃদ্ধি পেল মূল্য।ভারতে পেট্রোল ডিসেলের এই আকাশ ছোঁয়া দামের কারণে টুইটারে বিভিন্ন ধরনের মজা হচ্ছে। সবার মনেই এখন পেট্রোল ডিসেলের মূল্য বৃদ্ধি নিয়ে কথা, সেটা নিয়েও টুইটার ভরে উঠল মিম ও জোক্সে। অন্যান্যদের সাথে শিল্পপতি আনন্দ মহিন্দ্রার মতো মানুষ ও এই ধরনের জোক্স শেয়ার করেছেন।
প্রায় 20 ঘন্টা আগে মাহিন্দ্রা একটি দারুণ এডিটেড ছবি শেয়ার করেন রোড সাইন দেখিয়ে ঠান্ডা বিয়ারের সাথে পেট্রোলের দামের তুলনা করে।"গণতান্ত্রিক দেশে থাকার মজাই হল গণ সমক্ষে নিজের মন ভাব প্রকাশ করা। মজার মাধম্যে আমরা পেট্রোলের মূল্য বৃদ্ধি নিয়ে কথা বলছি!" মাহিন্দ্রা লেখেন। ছবিটি 5000 জন পছন্দ করেছেন।
মাহিন্দ্রা ছাড়াও আমূল মজার পদ্ধতি তে পেট্রোল ডিসেলের মূল্য বৃদ্ধি নিয়ে পোস্ট শেয়ার করেছে
শুক্রবার পেট্রোলের দাম যেখানে ইন্ডিয়ান অয়েল করপোরেশনের তথ্য অনুযায়ী দিল্লীর 78 টাকা প্রতি লিটারের থেকে 17 পয়সা কম ছিল পেট্রোলের দাম, সেখানে 35 এ থেমে ছিল মুম্বাইয়ের 86 টাকা প্রতি লিটারের থেকে।
Click for more
trending news