কৈলাস-পুত্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে বিজেপি নেতৃত্ব— সূত্র থেকে তেমনটাই জানা যাচ্ছে।
হাইলাইটস
- আকাশ বিজয়বর্গীয়র আচরণে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর বাড়িতে হওয়া এক বৈঠকে শৃঙ্খলাজনিত বিষয়টি নিয়ে আলোচনা হয়
- কৈলাস-পুত্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে বিজেপি নেতৃত্ব
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বিজেপি (BJP) সাংসদদের একটি বৈঠক হয় বুধবার সকালে। সূত্রানুসারে, সেই বৈঠকে আকাশ বিজয়বর্গীয়কে (Akash Vijayvargiya) নিয়ে শুরু হওয়া বিপুল বিতর্ক নিয়েও আলোচনা হয়েছে। বর্ষীয়ান বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র পুত্র বিধায়ক আকাশ একটি ক্রিকেট ব্যাট দিয়ে এক সরকারি আধিকারিককে মারধর করেন। এবং তারপরেও সেই প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়াও বিতর্কের সূত্রপাত ঘটিয়েছে। ৪৫ জন সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রীর দিল্লির বাড়িতে হওয়া ওই বৈঠকে শৃঙ্খলাজনিত বিষয়টি নিয়ে আলোচনা হয়। মধ্যপ্রদেশ থেকে প্রথমবার বিধায়ক হওয়া কৈলাস-পুত্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে বিজেপি নেতৃত্ব— সূত্র থেকে তেমনটাই জানা যাচ্ছে।
‘‘এবার রাজ্যে চলতে থাকা হিংসা বন্ধ হোক'': রাজ্যে শান্তির আবেদন নুসরত জাহানের
মঙ্গলবারই ক্ষুব্ধ প্রধানমন্ত্রী বলেন, ‘‘যদি আমাদের এক বিধায়ককে হারাতে হয় হবে। এমন যাতে না হয় তার জন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে আমাদের।'' প্রধানমন্ত্রী বলেন, ‘‘সে যেই হোক, যাঁরই ছেলে হোক, এই ধরনের ঔদ্ধত্য, খারাপ ব্যবহার সহ্য করা হবে না এবং এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।'' ঘটনাটিকে ‘ইন্দোর অ্যাকসিডেন্ট' বলে উল্লেখ করেন মোদি।
ক্ষমতায় এলে তৃণমূল নেতাদের আদায় করা কাটমানি ফেরৎ দেওয়া হবে: বিজেপি
আকাশের বলা ‘‘নিবেদন, আবেদন, দনাদন (প্রথমে নিবেদন ও আবেদন, ফল না মিললে মারধর)'' কথাটির উল্লেখ করে মোদি বলেন, ‘‘এটা কেমন ভাষা?''
ইন্দোরের বিধায়ক গত বুধবার আকাশ বিজয়বর্গীয় এক আধাকারিককে ক্রিকেট ব্যাট হাতে তাড়া করা ও মারধর করার অভিযোগে গ্রেফতার হন। পুরো ঘটনাটিই ক্যামেরায় উঠে গিয়েছিল। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘দেখুন আবেদন, নিবেদন আর তারপর দনাদন... এটাই আমাদের লাইন অফ অ্যাকশন।''
জামিন পাওয়ার পরে আকাশকে মালা পরিয়ে নায়কের মর্যাদা দিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যান তাঁর ভক্তরা। সঙ্গে ছিলেন তাঁর বাবা কৈলাসও।
বিজেপি নেতা রাজীব প্রতাপ রুডি NDTV-কে বলেন, ‘‘প্রধানমন্ত্রী খুবই ক্ষুণ্ণ হয়েছেন।''
৩৪ বছরের আকাশের এহেন মন্তব্য নিয়ে সাংসদদের সঙ্গে কয়েক দফা বৈঠকে কথা বলবেন প্রধানমন্ত্রী, তেমনটাই জানা যাচ্ছে।
সব মিলিয়ে সাতটি ভাগে এই বৈঠক হবে। কেন্দ্রীয় মন্ত্রীরাও তাতে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
৩৪ বছরের আকাশের এহেন মন্তব্য নিয়ে সাংসদদের সঙ্গে কয়েক দফা বৈঠকে কথা বলবেন প্রধানমন্ত্রী, তেমনটাই জানা যাচ্ছে।
সব মিলিয়ে সাতটি ভাগে এই বৈঠক হবে। কেন্দ্রীয় মন্ত্রীরাও তাতে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
সেই বৈঠকে সাংসদদের সরকারের তরফে সমস্ত পরিকল্পনা, নিজেদের সংসদ এলাকায় নিয়মিত উপস্থিতি ইত্যাদি বিষয়ে জানানো হবে।
প্রসঙ্গত, ২০১৪ সালে ক্ষমতায় আসার পরে এমন বৈছক করেছিলেন নরেন্দ্র মোদি।