This Article is From Jan 27, 2020

গগনযান মিশন নতুন ভারতের মাইলফলক হতে চলছে: PM Modi

প্রধানমন্ত্রী বলেন, ‘‘চার প্রার্থীকে বাছা হয়েছে ওই মিশনের জন্য। এই প্রতিভাবান তরুণরা ভারতের প্রতিভা, দক্ষতা, যোগ্যতা, সাহস ও স্বপ্নের প্রতীক।’’

হাইলাইটস

  • গগনযান মিশন সম্পর্কে তাঁর উচ্চাশা ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
  • বছরের প্রথম ‘মন কি বাত’-এ এই নিয়ে তাঁর মতামত জানান তিনি
  • মিশনের জন্য প্রাথমিক ভাবে চারজনকে নির্বাচিত করা হয়েছে

গগনযান মিশন (Gaganyaan Mission) একবিংশ শতাব্দীতে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ভারতের ঐতিহাসিক এক প্রাপ্তি হতে চলেছে। হতে চলেছে নতুন ভারতের মাইলফলক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) রবিবার এভাবেই গগনযান মিশন সম্পর্কে তাঁর উচ্চাশা ব্যক্ত করলেন। রবিবার প্রজাতন্ত্র দিবসের দিন বছরের প্রথম ‘মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘‘প্রজাতন্ত্র দিবসের সমারোহপূর্ণ উপলক্ষে গগনযান সম্পর্কে বলতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। দেশ সেই লক্ষ্যের দিকে আরও একধাপ এগোল। ২০২২ সালে আমরা স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করব। এবং সেই উপলক্ষে আমাদের গগনযান মিশনে মহাকাশে একজন ভারতীয়কে পাঠানোর প্রতিশ্রুতি পূরণ করতে হবে।'' তিনি আরও বলেন, ‘‘গগনযান মিশন একবিংশ শতাব্দীতে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ভারতের ঐতিহাসিক এক প্রাপ্তি হতে চলেছে। এটি নতুন ভারতের মাইল ফলক হতে চলেছে।''

শাহিনবাগ নিয়ে অমিত শাহর মন্তব্যের সমালোচনা পি চিদাম্বরমের

পরে প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় বায়ুসেনার চারজন পাইলটকে বাছাই করা হয়েছে মিশনের জন্য। এবং তাঁরা রাশিয়ায় যাবেন প্রশিক্ষণ নিতে।

তিনি আরও বলেন, ‘‘চার প্রার্থীকে বাছা হয়েছে ওই মিশনের মহাকাশচারী হওয়ার জন্য। সকলেই ভারতীয় বায়ুসেনার পাইলট। এই প্রতিভাবান তরুণরা ভারতের প্রতিভা, দক্ষতা, যোগ্যতা, সাহস ও স্বপ্নের প্রতীক। তাঁরা আগামী কয়েক দিনের মধ্যে রাশিয়া যাবেন প্রশিক্ষণের জন্য।''

বেসরকারি হচ্ছে Air India, বিমানসংস্থার ১০০ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত সরকারের

তিনি আশাপ্রকাশ করে জানান, ‘‘আমি আত্মবিশ্বাসী এটা ভারত ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার আরও এক সোনালি অধ্যায় হতে চলেছে এটি। তাঁদের এক বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর তাঁদের মধ্যে থেকে একজনের কাঁধে থাকবে ‌দেশের আশা-আকাঙ্ক্ষা ও মহাকাশে ওড়ার দায়িত্ব। প্রজাতন্ত্র দিবসের সমারোহপূর্ণ উপলক্ষে আমি ওই চার তরুণকে এবং মিশনের সঙ্গে যুক্ত রাশিয়া ও ভারতের বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অভিননন্দন জানাতে চাই।''

নরেন্দ্র মোদি সরকার গগনযান প্রকল্পের জন্য ১০,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। ২০২২ সালে দেশের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ওই যান উৎক্ষেপণ করা হবে। 

.