Read in English
This Article is From Oct 13, 2018

তিতলির প্রকোপে ছারখার ওড়িশার গজপতি জেলা, মৃত 12, নিখোঁজ 4

ওড়িশার গজপতি জেলায় এই সাইক্লোনের ফলে অন্তত বারোজন মানুষের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। নিখোঁজ হয়েছেন চারজন মানুষ।

Advertisement
অল ইন্ডিয়া Translated By

গোপালপুরের দক্ষিণ-পশ্চিমের পালাসায় ভূমিধ্বস নামে বৃহস্পতিবার তিতলির প্রকোপে

ভুবনেশ্বর:

তিতলির ভয়াবহতা ক্রমশ বেড়েই চলেছে। ওড়িশার গজপতি জেলায় এই সাইক্লোনের ফলে অন্তত বারোজন মানুষের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। নিখোঁজ হয়েছেন চারজন মানুষ। বিশেষ ত্রাণ কমিশনার বি পি শেঠি জানান, গত সন্ধ্যায় প্রবল বৃষ্টির জেরে কয়েকজন গ্রামবাসী গুহাতে আশ্রয় নিয়েছিলেন। সেই গুহায় ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ে বলে জানান তিনি। তিনি বলেন, “গজপতি জেলার রায়গড় ব্লকের বরাঘরা গ্রামে ভূমিধ্বসের কারণে প্রায় বারোজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আমরা মৃতদেহগুলো শনাক্তকরণের চেষ্টা করছি”। এখনও চারজন মানুষ নিখোঁজ। বিশেষ ত্রাণ কমিশনারের উব্দেগ ওই চারজন ধ্বংসস্তূপের তলায় অসহায়ভাবে চাপা পড়ে আছে কি না।

গজপতির ডিস্ট্রিক্ট কালেক্টরকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরেই নিহত ও আহতদের আর্থিক সহায়তা দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। সংশ্লিষ্ট কালেক্টর জানান, যে জায়গায় এই ভূমিধ্বসটি ঘটেছে তা একেবারে একটি প্রত্যন্ত অঞ্চলের ভিতর অবস্থিত। ঝড়ের প্রকোপে বড় বড় গাছ পড়ে রাস্তা আটকে যাওয়ায় সেখানে পৌঁছানোও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

ঘটনাস্থলের উদ্দেশে বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল ইতিমধ্যেই রওনা দিয়েছে।  



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement
Advertisement