উইন্টারফেল, ক্যাসেল ব্ল্যাক ও কিংস ল্যান্ডিং এর মতো জনপ্রিয় জায়গাগুলিকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।
হাইলাইটস
- উইন্টারফেল,ক্যাসেল ব্ল্যাক ও কিংস ল্যান্ডিং পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে
- শুটিং সেট অপরিবর্তিত রেখে একাধিক আকর্ষনীয় VFX যোগ করা হবে
- থাকবে শুটিং কস্টিউম ও প্রবস
নর্দান আয়ারল্যান্ডের যে সব জায়গায় Game of Thrones এর শুটিং হয়েছে সেই সব জায়গাকে পর্যটকদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল HBO। উইন্টারফেল, ক্যাসেল ব্ল্যাক ও কিংস ল্যান্ডিং এর মতো জনপ্রিয় জায়গাগুলিকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। 2019 সাল থেকে পর্যটকরা এই সব জায়গায় ঘুরতে যেতে পারবেন।
কানট্রি ডাউনের ক্যাসেল ওয়ার্ডে শুট করা হয়েছিল উইন্টারফেলে দৃশ্যগুলি। এছাড়াও নর্দান আয়ারল্যান্ডের একাধিক জায়গায় শুট হয়েছে গেম অফ থ্রোনন্সের একটি বড় অংশ। সেই সব জায়গায় শুটিং সেট অপরিবর্তিত রেখে একাধিক আকর্ষনীয় VFX যোগ করে দপর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। নাম দেওয়া হবে “গেম অফ থ্রোনস লেগাসি”।
বেশ বড় করেই এই পরিকল্পনা করছে HBO। HBO –র তরফ থেকে জানানো হয়েছে বিশাল ভাবে এই পর্যটন স্থান খোলা হবে। মানুষ আগে এতো বড় কিছু দেখেনি।এবার গেম অফ থ্রোনসের ক্রিয়েটিভ টিম আপনার জন্য ওয়েস্টেরসের দরজা সাজিয়ে বসে থাকবে।
HBO –র তরফ থেকে জেফ পিটার্স বলেন, “সারা বিশ্বের গেম অফ থ্রোনসের ফ্যানদের ওয়েস্টেরসে স্বাগত। এই সুযোগে পর্যটকরা নর্থান আয়ারল্যান্ডের সংস্কৃতির স্বাদ উপভোগ করতে পারবেন। যা গেম অফ থ্রোনসের অভবিচ্ছেদ্য অঙ্গ।”