Read in English
This Article is From Oct 02, 2019

প্লাস্টিককে না বলুন: গান্ধি জয়ন্তীতে 'গান্ধি সংকল্প যাত্রা'র সূচনা করলেন অমিত শাহ

Gandhi Jayanti 2019: গান্ধি জয়ন্তীর এক সমাবেশে অমিত শাহ বলেন, কেবল মানুষই নয়, একক ব্যবহারের প্লাস্টিক সমস্ত প্রাণিদের উপরেই বিরূপ প্রভাব ফেলে

Advertisement
অল ইন্ডিয়া Edited by

Gandhi Jayanti 2019: মহাত্মা গান্ধির দেড়শতম জন্মবার্ষিকী উপলক্ষে ‘গান্ধি সংকল্প যাত্রা’য় অংশ নেন অমিত শাহ

নয়াদিল্লি:

 মহাত্মা গান্ধির দেড়শতম জন্মবার্ষিকীতে (Mahatma Gandhi's 150th birth anniversary) একগুচ্ছ পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছে কেন্দ্র সরকার। বেশ কিছুদিন থেকেই গান্ধিজির জন্মদিবস থেকে দেশে একক ব্যবহারের প্লাস্টিক নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিল বিজেপি সরকার। ২ অক্টোবর, এই বিশেষ দিনে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সভাপতি অমিত শাহ (Union Home Minister Amit Shah) একক ব্যবহারের প্লাস্টিক বন্ধ করার আহ্বান জানান। এখানেই শেষ নয়, এই বিষয়টিকে একটি গণআন্দোলনের রূপ দিতে নাগরিকদের উদ্যোগী হওয়ার আহ্বানও জানিয়েছেন অমিত শাহ। একক ব্যবহারের প্লাস্টিক ব্যবহারে কী কী বিপর্যয় নেমে আসতে পারে সেই বিষয়ে কথা বলতে গিয়ে অমিত শাহ বলেন, এই ধরণে প্লাস্টিক সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে প্রায় ৪০০ বছর সময় নেয়।

মহাত্মা গান্ধির সার্ধশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মহাত্মা গান্ধির দেড়শতম জন্মবার্ষিকী উপলক্ষে ‘গান্ধি সঙ্কল্প যাত্রা'য় (Gandhi Sankalp Yatra) অংশ নেন অমিত শাহ। এর আগে গান্ধি জয়ন্তীর এক সমাবেশে অমিত শাহ আরও বলেন, কেবল মানুষই নয়, একক ব্যবহারের প্লাস্টিক সমস্ত প্রাণিদের উপরেই বিরূপ প্রভাব ফেলে।

Advertisement

দেশব্যাপী ‘গান্ধি সঙ্কল্প যাত্রা' সূচনা করে অমিত শাহ এই উদ্দেশ্যে একটি পদযাত্রাতে পা মেলান।

Advertisement