গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) ঘিরে উৎসাহ-উদ্দীপনা ক্রমে বাড়ছে।
মাঙ্গালুরু: সোমবার, অর্থাৎ আজ সারা দেশে সাড়ম্বরে পালিত হচ্ছে গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। আজ ভগবান গণেশের (Lord Ganesha) জন্মতিথি। স্বাভাবিক ভাবেই এই হিন্দু উৎসবকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা ক্রমে বাড়ছে। ভাস্কররা অনেকেই তৈরি করেছেন পরিবেশ-বান্ধব গণেশ মূর্তি (Ganesha idols), যা তৈরি হয়েছে পচনশীল ও জলে দ্রবণীয় উপাদানে। কর্নাটকের মাঙ্গালুরুর নীতিন ভজ একটি গণেশমূর্তি তৈরি করেছেন কাগজের মণ্ড ও বীজ দিয়ে, যা পরে গাছ হিসেবে বেড়ে উঠবে। তিনি এতে কোনও বিষাক্ত উপাদান বা রং লাগাননি। নীতিন জানাচ্ছেন, ‘‘এগুলি তৈরি হয়েছে পুরনো খবরের কাগজ ও বই থেকে মণ্ড তৈরি করে তার সাহায্যে। আমরা কোনও বিষাক্ত রং বা কোনও বিষাক্ত উপাদান ব্যবহার করিনি। এই মূর্তিতে সবজি ও ফলের বীজ রয়েছে। একে জলে বিসর্জন দেওয়ার পর এর থেকে গাছ বেরোবে।''
Ganesh Chaturthi 2019: কোন মোদকে তুষ্ট গণপতি? জেনে নিন রেসিপি
তিনি আরও বলেন, ‘‘এবছর আমরা ৩০-৪০টা গণেশ মূর্তি তৈরি করেছি। মাঙ্গালুরুতে এবছর এই মূর্তির খুব বিরাট চাহিদা নেই। কিন্তু আমাদের আশা, আগামী বছরে তা বাড়বে।''
গণেশ মূর্তি ছাড়াও তৈরি করা হয়েছে কাগজের কলম ও পেনসিল। এগুলির ভিতরেও বীজ রয়েছে।
Ganesh Chaturthi 2019: বাড়িতেই বানিয়ে নিন গণপতি-র পছন্দের এই ৭ ভোগ
গণেশ চতুর্থী পালিত হয় ভগবান গণেশের জন্মতিথি হিসেবে। বাড়ি ও মণ্ডপে মণ্ডপে দেখা মেলে গণেশ মূর্তির। এই উৎসব চলবে ১০ দিন ধরে চলে। ১২ সেপ্টেম্বর গণেশ মূর্তি বিসর্জিত হবে।