Gangster Chhota Rajan had ordered journalist J Dey's murder, according to investigators
Mumbai:
মুম্বাই: সাত বছর পর সাংবাদিক জ্যোতির্ময় দের হত্যাকান্ড মামলায়ে গ্যাংস্টার ছোটা রাজন গ্রেপ্তার . প্রাক্তন সাংবাদিক জিগ্না ভোরা এই মামলায়ে, প্রমাণের অভাবে, রেহাই পায়. তাছাড়া আরও আটজন একই মামলায়ে দোষী সাব্যস্ত হয়েছে . আজ দিনের শেষের দিকে শাস্তি ঘোষণা হতে পারে .
56 বছরের জ্যোতির্ময় দে, মিডডে এভেনিনগারের ক্রাইম রিপোর্টার ছিলেন, এবং 2011র জুন মাসে ভর দুপুরে ওনাকে গুলি করে হত্যা করা হয় .
পুলিশের বক্তব্য যে, এই সাংবাদিকের লেখা একটা বইতে ছোটা রাজনকে ছোটখাট গুন্ডা ধার্য্য করা হচ্ছিল বলেই, রাজন রাগের মাথায় এই হত্যাটির আদেশ দিয়ে থাকে .বইয়ের নাম- “চিন্দী- রাগস টু রিচেস”, বইটিতে 20 জন এমন গ্যাংস্টারদেরকে নিয়ে লেখা হচ্ছিল .
জ্যোতির্ময় দে কে ওনার মুম্বাইর পাওয়াই স্থিত বাড়ির সামনেই গুলি করে হত্যা করা হয় .
ছোটা রাজন, যার আসল নাম হলো, রাজেন্দ্র এস নিখালজে, একজন খুনিকে 5 লক্ষ টাকা দিয়ে ভাড়া করে, পুলিশের বক্তব্য . সতিশ কালিয়া, যে রাজনের কথামত হত্যাটি করে, তাকে শুধু তার শারীরিক বর্ণনা দেওয়া হয়েছিল এবং তার গাড়ির নম্বর . কালিয়া সাতজন লোকের দল তৈরী করে খুনটি করে .
2015র নভেম্বর মাসে, ছোটা রাজনকে ইন্দোনেশিয়ার বালি থেকে উদ্ধার করা হয় এবং এই মামলায়ে দোষী সাব্যস্ত করা হ্য় . বর্তমানে সে দিল্লির তিহার জেলে আছে.