Gate 2020 Registration: যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তারা ১ অক্টোবর ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন
হাইলাইটস
- GATE 2020 পরীক্ষার রেজিস্ট্রেশান শুরু হয়ে গেছে
- ১ অক্টোবর ২০১৯ পর্যন্ত আবেদন করা যাবে
- পরীক্ষা ২০২০ সালের ১, ২, ৮ এবং ৯ ফেব্রুয়ারি হবে
নিউ দিল্লি: GATE 2020 পরীক্ষার রেজিস্ট্রেশান শুরু হয়ে গেছে। যারা পরীক্ষা দিতে ইচ্ছুক, তারা Gate.iitd.ac.in -ওয়েবসাইটে গিয়ে এপ্লিকেশন ফর্ম (GATE Application 2020) জমা করতে পারেন। রেজিস্ট্রেশনের (Gate 2020 Registration) শেষ তারিখ ছিল ২৪ সেপ্টেম্বর, তবে বর্তমানে সেই মেয়াদ বৃদ্ধি করে ১ লা অক্টোবর ২০১৯ করা হয়েছে। ১৫ নভেম্বর পর্যন্ত পরীক্ষার্থী নিজের পছন্দের শহরের জন্য দাবি করতে পারে, তবে তার জন্য অতিরিক্ত ফিস জমা করতে হবে। গেট পরীক্ষা (GATE 2020 Exam) ২০২০ সালের ১, ২, ৮ এবং ৯ তারিখে হবে। প্রথমার্ধের পরীক্ষা নেওয়া হবে সকাল ৯:৩০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত আর দ্বিতীয়ার্ধের পরীক্ষা নেওয়া হবে দুপুর ২:৩০ থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত। এই পরীক্ষার এডমিট কার্ড জারি করা হবে ৩ জানুয়ারী-তে। আর ২০২০ সালের ১৬ মার্চ পাওয়া যাবে পরীক্ষার রেজাল্ট। গেট ২০২০ একেবারেই কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। এত বহু বিকল্প প্রশ্ন দেওয়া হবে। পরীক্ষায় মোট ৬৫ টি প্রশ্নের জন্য ১০০ নম্বর নির্ধারিত থাকবে। পরীক্ষার জন্য নির্ধারিত সময় হল তিন ঘন্টা।
GATE 2020 -এর জন্য রেজিস্ট্রেশান করুন
-ওয়েবসাইট appsgate.iitd.ac.in দেখুন
- এখন New User? Register Here -এর লিংকে ক্লিক করুন
- এবার লগ ইন করুন
- লগ ইন করার পর, আপনার কাছে যে সমস্ত তথ্য দেওয়া হবে, তা দিন।
- ফটো আপলোড করুন
- আবেদন করার জন্য ফিস জমা করুন।
- সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর এপ্লিকেশনের প্রিন্ট নিন।