This Article is From Nov 15, 2018

জোটের অপেক্ষা না করে নিজেদের শক্তি বাড়ান, প্রদেশ কংগ্রেসকে পরামর্শ দিলেন গৌরব গগৈ

পশ্চিমবঙ্গের কংগ্রেস শাখাকে মঙ্গলবার একটি পরামর্শ দিলেন অসম কংগ্রেসের তরুণ সাংসদ গৌরব গগৈ।

জোটের অপেক্ষা না করে নিজেদের শক্তি বাড়ান, প্রদেশ কংগ্রেসকে পরামর্শ দিলেন গৌরব গগৈ
কলকাতা:

পশ্চিমবঙ্গের কংগ্রেস শাখাকে মঙ্গলবার একটি পরামর্শ দিলেন অসম কংগ্রেসের তরুণ সাংসদ গৌরব গগৈ। তাঁর কথায়, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে জোট গড়ার ওপর নির্ভর করে না থেকে একা লড়াই করার মতো শক্তি সঞ্চয় করে নিয়ে আত্মবিশ্বাসী হয়ে এগোনো উচিত কংগ্রেসের। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের কার্যকলাপকে 'অগণতান্ত্রিক' অ্যাখা দিয়ে গৌরব গগৈ বলেন, দলীয় কর্মীরা তৃণমূলের সঙ্গে এক জোটে থাকার বিরোধিতা করতে পারে। নির্বাচনের স্ট্র‍্যাটেজি কী হবে, তা ঠিক করার জন্য আজ রাজ্যে এসে প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে দেখা করেন গগৈ।  "রাজ্য নেতাদের নিজের পায়ে দাঁড়ানোর ওপর জোর দিতে বলেছেন গৌরব গগৈ", নামপ্রকাশে অনিচ্ছুক এক প্রদেশ কংগ্রেস নেতা এই কথা বলেন। 

কেবল দেওয়া ব্রিজ তৈরি হবে ভেঙে পড়া মাঝেরহাট ব্রিজের জায়গায়

"উনি দলের বৈঠকে এসে বলেন, যেভাবে কংগ্রেসকে 'অগণতান্ত্রিক' উপায়ে বারবার বাধা দিয়ে চলেছে তৃণমূল, তাতে স্থানীয় কংগ্রেস কর্মীরা খুব স্বাভাবিকভাবেই কিছুতেই  তৃণমূলের সঙ্গে এক জোটে থাকতে রাজি হবে না", বলেন ওই নেতা। 

অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র আজ বলেন, রাজ্যে তৃণমূল এবং কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য একমাত্র কংগ্রেস ছাড়া আর কোনও দল নেই।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.