রোগীদের মন ভালো করতে ডাক্তারবাবুরাই চিয়ার লিডার!
দেখুন, করোনা (Covid-19) মহামারীর মধ্যেও কত শিল্পরসিক চিকিৎসকেরা! রোগীদের মন ভালো করতে, স্টাফদের অবসাদ কমাতে হাসপাতালে চিয়ার লিডারের ভূমিকাতেও দেখা যাচ্ছে তাঁদের। আক্রান্ত রোগীদের সেবাযত্নের পাশাপাশি তাই পাকিস্তানের একাধিক চিকিৎসককে (Pakistani doctors) গানের তালে নাচতেও দেখা গেছে। সেই ভিডিও সোশ্যালে শেয়ার হতেই ফের ট্রোলের সম্মুখিন প্রতিবেশি দেশ। জনপ্রিয় গান 'চিট্ট চোলা'র সঙ্গে ডাক্তারবাবুদের নাচ দেখে ব্যঙ্গের বাণ ছুঁড়লেন স্বয়ং সাংসদ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
ঘন জঙ্গলে লুকিয়ে সাপ! খুঁজে বের করুন তো?
ভিডিওতে দেখা গেছে, চিকিৎসকরা রোগীদের ঘরে এসে ড্রামের তালে নাচছেন। এবং রোগীরাও তাঁদের সঙ্গে নেচেকুঁদে একসার। ভাইরাল হওয়া সমালোচিত ভিডিওটি প্রাক্তন ক্রিকেটার ও বিজেপি সাংসদ গৌতম গম্ভীর সহ অনেকেই শেয়ার করেছেন। গৌতম ভিডিওটি শেয়ার করে লিখেছেন, "করোনা! যেখানেই থাক এমন গান আর শুনতে পাবে না! শুনে নাও পাকিস্তানের সুপারহিট 'চিট্ট চোলা'! সবাই দেখুন নতুন পাকিস্তান ..."।
শুধু ভারত নয়, খোদ নিজের দেশে সমালোচিত হয়েছেন চিকিৎসকেরা। এক টুইটারেত্তির মতে, "পাকিস্তানের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। আর আমাদের দেশের চিকিৎসকেরা রোগীদের নিয়ে নাচছেন!" আরেক জন টুইটারেত্তি লিখেছেন," কী হচ্ছে এসব? এটি হাসপাতাল বা ক্লাব? ..."
ইংরেজিতে 'India' বানান ভুল! ভারতীয়দের কাছে ফের হাসির খোরাক পাক মন্ত্রী
দেখুন বাকিদের প্রতিক্রিয়া
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুনিয়া জুড়ে মোট ৯০,৯৩৮ জনের মৃত্যু, এর মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ মারা গেছে ইতালি, স্পেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রেই । ইতালিতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে,সেখানে মোট ১৮,২৭৯ জন মারা গেছে। এরপরে রয়েছে স্পেন, সেখানে মারা গেছে ১৫,২৩৮ জন। আমেরিকাতে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ঘটেছে, ট্রাম্পের দেশে এখনও পর্যন্ত এই প্রাণঘাতী রোগে মৃত্যু হয়েছে এই রোগে ১৪,৮৩০ জনের। রেহাই পায়নি ফ্রান্সও, সেখানে করোনা ভাইরাসের কারণে মৃত ১০,৮৬৯ জন। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী গোটা বিশ্বে এখনও পর্যন্ত ওই মারাত্মক ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়েছেন ১৫,৩৪,৪২৬ জন মানুষ।
Click for more
trending news