This Article is From Jun 11, 2019

অর্থনৈতিক বৃদ্ধি বেশি বলা হয়েছে, মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার দাবির উত্তরে কী জানাল কেন্দ্র

দেশের অর্থনৈতিক বৃদ্ধি নির্ধারিত হয় ‘গ্রহণযোগ্য পদ্ধতি, প্রণালী ও প্রাপ্য তথ্য’-র উপরে ভিত্তি করে। আজ কেন্দ্রীয় সরকারের তরফে এমনটাই জানানো হল।

অর্থনৈতিক বৃদ্ধি বেশি বলা হয়েছে, মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার দাবির উত্তরে কী জানাল কেন্দ্র

বৃদ্ধির প্রকৃত মান ৪.৫ শতাংশ এটা মেনে নিয়ে ব্যাঙ্কিং ব্যবস্থা বা কৃষিগত চ্যালেঞ্জটা নিলে তাতে অনেক লাভ হতে পারত বলে জানান অরবিন্দ সুব্রমনিয়াম। (ফাইল)

হাইলাইটস

  • অরবিন্দ সুব্রমনিয়াম দাবি করেন, বৃদ্ধির মান বাড়িয়ে বলা হয়।
  • নরেন্দ্র মোদীর সরকারের একদা মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন অরবিন্দ।
  • তাঁর বক্তব্যের উত্তর দিল কেন্দ্র।
নয়াদিল্লি:

দেশের অর্থনৈতিক বৃদ্ধি নির্ধারিত হয় ‘গ্রহণযোগ্য পদ্ধতি, প্রণালী ও প্রাপ্য তথ্য'-র উপরে ভিত্তি করে। আজ কেন্দ্রীয় সরকারের তরফে এমনটাই জানানো হল। একটি প্রবন্ধে প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রমনিয়াম (Arvind Subramanian)  দাবি করেন, বৃদ্ধির মান বাড়িয়ে বলা হয়। পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের তরফে জানানো হয়, ‘‘ন্যাশনাল অ্যাকাউন্টস ২০০৮ (২০০৮ এসএনএ)-এর যে পদ্ধতি তা ন্যাশনাল অ্যাকাউন্টসের আন্তর্জাতিক পরিসংখ্যানের মানের সমান। যা ইউনাইটেড নেশনস স্ট্যাটিস্টিক্যাল কমিশন (ইউএনএসসি)-র দ্বারা ২০০৯ সালে গৃহীত। এবং ১৯৯৩ এসএনএ-র আধুনিক সংস্করণ।''

মঙ্গলবার ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রে প্রকাশিত এক প্রবন্ধে ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত নরেন্দ্র মোদীর সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা থাকা সুব্রমনিয়াম(Arvind Subramanian) দাবি করেন, আসল বৃদ্ধির মান ৪.৫ শতাংশের কাছাকাছি। সরকারের বলা ৭ শতাংশের কাছাকাছি নয়।

তিনি লেখেন, অর্থনৈতিক বৃদ্ধি সম্পর্কে এই ‘ভুল পরিসংখ্যান' সংশোধনের উদ্দীপনাকে ক্ষতিগ্রস্ত করে। ভারতে বৃদ্ধির প্রকৃত মান ৪.৫ শতাংশ এটা মেনে নিয়ে ব্যাঙ্কিং ব্যবস্থা বা কৃষিগত চ্যালেঞ্জটা নিলে তাতে অনেক লাভ হতে পারত বলে তিনি জানান।

.