हिंदी में पढ़ें Read in English
This Article is From Nov 14, 2019

Watch: ‘‘ওসামা বিন লাদেন ছিল পাকিস্তানের নায়ক’’, বললেন পারভেজ মুশারফ

পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফ মেনে নিলেন কাশ্মীরিদের পাকিস্তানে প্রশিক্ষণ দেওয়া হত মুজাহিদিন হিসেবে।

Advertisement
ওয়ার্ল্ড Edited by (with inputs from ANI)

ভারতের বিরুদ্ধে সন্ত্রাসে প্রশিক্ষণ দিত পাকিস্তান: মুশারফ

ইসলামাবাদ:

পাকিস্তানের (Pakistan) প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফ (Pervez Musharraf ) এক সাক্ষাৎকারে মেনে নিলেন কাশ্মীরিদের পাকিস্তানে প্রশিক্ষণ দেওয়া হত মুজাহিদিন হিসেবে জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনার সঙ্গে লড়াইয়ের জন্য। পাশাপাশি জিহাদি জঙ্গিদের পাকিস্তানের ‘‘নায়ক'' বলেও অভিহিত করেন তিনি। তিনি বলেন, ওসামা বিন লাদেন (Osama bin Laden), আয়মান আল-জাওয়াহিরি, জালালুদ্দিন হাক্কানি ও বাকি জঙ্গিরা ‘‘পাকিস্তানের নায়ক''। পাকিস্তানের রাজনীতিবিদ ফারহাতুল্লাহ বাবর বুধবার টুইটারে তারিখহীন ওই ভিডিওটি শেয়ার করেন। সেখানে পারভেজ মুশারফকে বলতে শোনা যায়, ‘‘পাকিস্তানে যে কাশ্মীরিরা আসত তাদের নায়কের সম্মান দেওয়া হত এখানে। আমরা তাদের প্রশিক্ষণ দিই এবং সমর্থন জানাই। আমরা তাদের মুজাহিদিন হিসেবে মনে করি যারা ভারতীয় সেনার সঙ্গে লড়াই করে। এরপর লস্কর-ই-তৈবার মতো সংগঠনগুলি গড়ে ওঠে সেই সময়ে। ওরা (জিহাদি জঙ্গিরা) ছিল আমাদের নায়ক।''

Rafale case: কেন্দ্রীয় সরকারের স্বস্তির নিঃশ্বাস, পুনর্বিবেচনার সমস্ত আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট


ওই সাক্ষাৎকারের সময় জেনারেল মুশারফ জানান, ওসামা বিন লাদেন ও জালালুদ্দিন হাক্কানি ছিল ‘‘পাকিস্তানের নায়ক।''

দেশের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন মোদি, বাংলাদেশে প্রচারিত ভুয়ো খবরের নিন্দায় ভারত

Advertisement

তিনি ওই সাক্ষাৎকারে বলেন, ‘‘১৯৭৯ সালে আমরা আফগানিস্তানে ধর্মীয় জঙ্গিবাদ শুরু করি পাকিস্তানের সুবিধার জন্য এবং ওই দেশ থেকে সোভিয়েতদের তাড়াতে। আমরা সারা পৃথিবী থেকে মুজাহিদিনদের নিয়ে আসি, তাদের প্রশিক্ষণ দিই এবং অস্ত্র সরবরাহ করি। আমরা তালিবানদের প্রশিক্ষণ দিয়ে তাদের পাঠাই। ওরা ছিল আমাদের নায়ক। হাক্কানি ছিল আমাদের নায়ক। ওসামা বিন লাদেন ছিল আমাদের নায়ক। আয়মান আল-জাওয়াহিরি ছিল আমাদের নায়ক। এরপর বিশ্বের পরিস্থিতি বদলে গেল। দুনিয়া সব কিছুকে অন্য ভাবে দেখতে শুরু করল। আমাদের নায়করা খলনায়ক হয়ে গেল।''

পারভেজ মুশারফের এই বক্তব্য থেকে প্রমাণিত হয় কাশ্মীর হস্তক্ষেপ না করার পাকিস্তান‌ের দাবি ঠিক নয়। তারা জঙ্গিদের আশ্রয় দিয়েছে এবং ওই অঞ্চলে হামলা চালানোর জন্য তাদের রশদ সরবরাহ করেছে।

Advertisement
Advertisement