This Article is From Jul 11, 2019

Gender Reveal Party: সন্তানের লিঙ্গ জানাতে গিয়ে আগুনে ভস্মীভূত গাড়ি!

আপনার সন্তান ছেলে না মেয়ে? সেটাও ঢাকঢোল পিটিয়ে নাকি জানানোর রেওয়াজ চালু হয়েছে ইদানিং!

Advertisement
অফবিট

Gender Reveal Stant: আগুনে ভস্মীভূত গাড়ি

আপনার সন্তান ছেলে না মেয়ে? জন্মের আগে সেটাও (Gender reveal) ঢাকঢোল পিটিয়ে নাকি জানানোর রেওয়াজ চালু হয়েছে ইদানিং! আর সেই প্রাণঘাতী রেওয়াজের স্রোতে গা ভাসিয়েছেন বিদেশের বহু দম্পতি। এই রীতি অনুযায়ী মারাত্মক সব স্টান্টে (stunts) অংশ নিতে হয় তাঁদের। এই রকমই এক স্টান্ট দেখাতে গিয়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি  গাড়ি! তার আগে বিশাল বিস্ফোরণ ঘটে গাড়িতে (burst into flames)। ঘটনাস্থল অস্ট্রেলিয়ার নরওয়েল (Norwell, Australia)। 

স্থানীয় সংবাদসূত্রের খবর অনুযায়ী, এক মাস আগে ঘটে যাওয়া এই দুর্ঘটনার ফুটেজ মঙ্গলবার সামনে আনে কুইন্সল্যান্ড প্রশাসন। এটাই জানাতে যে, এই ধরনের প্রাণঘাতী খেলায় অংশ নেওয়া জেনেশুনে বিষপানের মতোই। ফুটেজে দেখা গেছে, গোল্ডেন কোস্ট অঞ্চলে এক বন্ধুর সন্তানের লিঙ্গ প্রকাশ স্টান্টে মেতেছিলেন এক দম্পতি। শর্ত অনুযায়ী, বাচ্চাটিকে নিয়ে আগুনের মধ্যে দিয়ে যেতে হবে। নীল শিখা দেখা গেলে বোঝা যাবে, শিশুটি পুরুষ। কিন্তু আগুনের বেড়াজাল পেরোনোর আগেই মাঝপথে বিস্ফোরণ ঘটে গাড়িতে।   

নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে (New York Post), জ্বলন্ত গাড়ি থেকে কোনোমতে উদ্ধার করা হয় ৩০ বছরের স্যামুয়েল মন্টেসালোভ নামের ড্রাইভারটিকে। পথের ধারে দাঁড়িয়ে থাকা আরেকজন পথছারী ততক্ষণে অন্যদের বাঁচাতে রাস্তার এক পাশে সরিয়ে নিয়ে আসে গাড়িটিকে।

Advertisement

এই ধরনের ঘটনা বন্ধ করতে এরপরেই চালকের হাজার ডলার জরিমানা করে প্রশাসন। ছ-মাসের জন্য বাতিল করা হয় তাঁর ড্রাইভিং লাইসেন্স। 

প্রসঙ্গত, এই বিশেষ স্টান্ট দেখাতে গিয়ে এই প্রথম দুর্ঘটনা ঘটেনি। এর আগে ২০১৭-য় আমেরিকার আরিজোনায়। ৪৭ হাজার গ্রিন ভ্যালি (Green Valley, Arizona) উপত্যকায় বিধ্বংসী আগুন ধরে গিয়েছিল।  সেই আগুন নিভতে সময় নিয়েছিল প্রায় এক সপ্তাহ।  

Advertisement

Advertisement