দিগ্বিজয় সিংহের সভায় প্রশ্ন করে চাঞ্চল্য সৃষ্টি করা অমিত মালিকে সংবর্ধনা দিল বিজেপি
নিউ দিল্লি: সোমবার ভোপালে দিগ্বিজয় সিংহের জনসভায় যে তরুণের উপস্থিতি একটি প্রবলভাবে ভাইরাল হয়ে যাওয়া ভিডিও'র জন্মের কারণ হয়ে দাঁড়িয়েছিল, সেই তরুণকেই বুধবার সংবর্ধনা দিল বিজেপি। এই বর্ষীয়ান কংগ্রেস নেতা, যাঁর বিরুদ্ধে ভোপাল লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনের দাঁড়িয়েছেন ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত প্রজ্ঞা সিংহ ঠাকুর, তিনি ওই জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর কালো টাকা বিদেশ থেকে ফেরানোর দাবিকে এবং প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার দাবিকে তীব্র কটাক্ষ করেন। আপনারা কেউ কি কোনও টাকা পেয়েছেন? দিগ্বিজয় সিংহের এই প্রশ্নের উত্তরে ওই তরুণ জবাব দেন, “মোদীজি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করে তাদের নিধন করেছেন”।
তার উত্তরের মাঝেই তাকে বাধা দিয়ে সভা থেকে বের করে নিয়ে যান কংগ্রেস নেতারা।
ত্বকের সৌন্দর্য্য ধরে রাখতে মুখে কী তেল মাখেন প্রধানমন্ত্রী, জানালেন সকলকে
অমিত মালি নামের ওই তরুণ সংবাদসংস্থা এএনআই'কে বলেন, তাঁর প্রশ্নের পর কিছুটা সমস্যার সৃষ্টি হলেও, কেউই তাঁর সঙ্গে ‘খারাপ ব্যবহার' করেননি।
তবে এটিই প্রথমবার নয়। বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনা এবং প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদী, তা নিয়ে বরাবরই সরব বিরোধী দলের নেতা ও নেত্রীরা।
এই ব্যাপারে প্রথম মুখ খুলেছিলেন লালুপ্রসাদ যাদব। তিনি রীতিমত ব্যঙ্গ করে বলেছিলেন, “আমার পরিবার যা বিশাল, তাতে মোদী যদি কালো টাকা ফিরিয়ে আনতেন আর নিজের প্রতিশ্রুতি রক্ষা করতেন, তাহলে তো আমি এতদিনে বিশাল বড়লোক হয়ে যেতাম”!