শ্রমিক আন্দোলনের ক্ষেত্রেও বার বার তাঁর সঙ্গে যুক্ত হয়ে পড়েছে কলকাতা।
হাইলাইটস
- গোটা দেশের রাজনৈতিক মহলেই শোকের ছায়া নেমে এসেছে
- অনেককেই জানেন না তাঁর সঙ্গে কলকাতার বিশেষ যোগাযোগ রয়েছে
- বিবাহ,রাজনীতি কিংবা ফুটবল ময়দান, কলকাতার সঙ্গে জড়িয়ে ছিলেন জর্জ
কলকাতা: প্রয়াত হলেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজ। গোটা দেশের রাজনৈতিক মহলেই শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু অনেককেই জানেন না তাঁর সঙ্গে কলকাতার বিশেষ যোগাযোগ রয়েছে। আর এই যোগাযোগ একটা নয় আছে একাধিক দিক থেকে। বিবাহ সূত্র থেকে শুরু করে শ্রমিক আন্দোলন বা ফুটবল মাঠ- নানা ভাবে তিলোত্তমার সঙ্গে জড়িয়ে ছিলেন জর্জ। সাতের দশকের মাঝামাঝি দেশে জরুরি অবস্থা জারি হয়। শ্রমিক আন্দোলন এবং তার পর গোটা দেশে একযোগে রেল ধর্মঘট করে ততদিনে জাতীয় রাজনীতিতে নিজের জন্য আলাদা স্থান তৈরি করেছেন জর্জ।
তার আগেই তাঁর সঙ্গে বিবাহ হয় বাংলার বিখ্যাত কবির পরিবারের মেয়ে লায়লা কবিরের। পরে এই বাড়ির ছেলে আলতামাস কবির দেশের প্রধান বিচারপতি হয়েছিলেন। এই পরিবারের সদস্য শুক্লা কবিরও বিচারপতি হয়েছেন। আর লায়লার বাবা হুমায়ন কবিরের সম্পর্কে জানেন না এমন মানুষ সংখ্যায় খুবই।
আরও পড়ুনঃ প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রীর মৃত্যতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল
সাহিত্যের পাশাপাশি রাজনীতি সুবাদে বিখ্যাত হয়েছিলেন হুমায়ন কবির। বামপন্থী কয়েকটি দলকে নিয়ে তাঁর বাংলা কংগ্রেস এক সময় পশ্চিমবঙ্গে সরকার চালাত। এ হেন পরিবারের সঙ্গে বিবাহু বন্ধনে আবদ্ধ হন জর্জ। পরবর্তীকালে সেই সম্পর্কে ইতি পড়ে যায়।
এর বাইরে এনডিএ সরকারে থাকার সময় কফিন কেলেঙ্কারি প্রতিবাদে সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন জর্জ। পরে পদত্যাগ করেন তিনিও।
শ্রমিক আন্দোলনের ক্ষেত্রেও বার বার তাঁর সঙ্গে যুক্ত হয়ে পড়েছে কলকাতা। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে। কয়েক দশক ধরে আমার সঙ্গে তাঁর পরিচয় ছিল।
এর পাশাপাশি কলকাতা ময়দানের সঙ্গে জড়িত অনেকের মনে পড়ে যাচ্ছে এয়ারলাইন্স গোল্ড কাপের কথা। কলকাতার ফুটবল ময়দানে এই প্রতিযোগিতাকে ঘিরে এক কালে আবেগ ছিল যথেষ্ট। সেই প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রেও তাঁর বড় ভূমিকা ছিল।