हिंदी में पढ़ें
This Article is From Feb 10, 2020

কী 'দায়িত্ববান বাবা'! পিঠে একপাল বাচ্চা নিয়ে নদী পার কুমিরের....!

ছবিতে বাবা কুমিরকে পিঠে করে তার বাচ্চাদের জলের ঢেউ থেকে রক্ষা করে তীরে পৌঁছে নিয়ে যেতে দেখা গেছে।

Advertisement
অফবিট Edited by

দেখুন ঘোড়িয়ালি কীর্তি!

নয়া দিল্লি:

টুইটারে কুমিরের একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। ছবিতে বাবা কুমিরকে পিঠে করে তার বাচ্চাদের জলের ঢেউ থেকে রক্ষা করে তীরে পৌঁছে নিয়ে যেতে দেখা গেছে। বাবার দায়িত্বপালন নেটিজেনের খুব পছন্দ হয়েছে। ছবিটি সোশ্যালে শেয়ার করেছেন আইএফএস কর্মকর্তা প্রবীণ কাসওয়ান। 

Watch Video: হাতি-মানুষে ওভার টেক! অল্পের জন্য রক্ষা পেলেন বাইক আরোহী

ছবি শেয়ার করে ক্যাপশনে প্রবীণ কাসওয়ান লিখেছেন, "সবচেয়ে সতর্ক এবং সেরা বাবা।" ধৃতিমান মুখোপাধ্যায়ের তোলা ছবিতে দেখা গেছে সন্তানদের নিয়ে চাম্বল নদী পার হচ্ছিল সেই কুমির বাবা।  টুইটে প্রবীণের বার্তা, "আমাদের সংরক্ষণের চেষ্টাকে এই প্রজাতি বজায় রাখছে এভাবে। আমরা যখন নদী সংরক্ষণের কথা বলি তখন আমরা এই প্রজাতির ভবিষ্যতের কথাও বলি"।

Advertisement

এই ছবিটিতে অনেকে শেয়ার করেছেন টুইটে। লাইক করেছেন ৫ হাজারেরও বেশি লোক। মন্তব্য করেছেন এক হাজারেরও বেশি নেটিজেন। এই পোস্টে সবাই বাহবা দিয়ে কুমিরটিকে দায়িত্বশীবান বাবা হিসাবে বর্ণনা করেছে। 

একজন ব্যবহারকারী লিখেছেন, একজন দায়িত্বশীল বাবা ... এই ছবিটি মানুষকে অনেক কিছু শেখাচ্ছে। অন্য একজন লিখেছেন, "এই ছবিটি সত্যিই ভাল"।

Advertisement

Advertisement