ভিয়েতনামের সোনালি সেতুর ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
ডানাং, ভিয়েতনাম: ‘হ্যান্ড অফ গড’ বলতে এতদিন তো মারাদোনার কথাই মনে পড়ত। ভিয়েতনামের তাক লাগানো এই স্থাপত্য আপনার ধারণায় এবার নতুনত্ব যোগ করবে। মধ্য ভিয়েতনামের বনভূমি অংশে ঘন জঙ্গলের মধ্য দিয়ে বেরিয়ে এসেছে কংক্রিটের প্রকাণ্ড দুটি হাত। দুই হাত ধরে রেখেছে সোনালি রঙের সেতু, সেতুর উপর দর্শক-পর্যটকের দল।
পর্যটকদের আকর্ষণ করতেই গত জুন মাসে ডানাং এর কাছে এই সেতুটি খুলে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়ে গিয়েছে এই হ্যান্ড অফ গড আর এই সোনালি সেতুর ছবি। মানুষের এতখানি পছন্দ হতে পারে এই স্থাপত্যটি ধারণা ছিল না নির্মাতাদেরও।
টিএ ল্যান্ডস্কেপ আর্কিটেকচারের প্রধান ডিজাইনার ভু ভিয়েত আন্ এএফপিকে বলেন, “ আমাদের সত্যিই ভীষণ গর্ব হচ্ছে এটা দেখে যে গোটা বিশ্বের মানুষ আমাদের এই কাজের এত প্রশংসা করছেন।“
1919 সালে ফরাসি ঔপনিবেশিকরা হিল স্টেশন হিসেবে পাহাড়ের উপরে 150 মিটার লম্বা (490 ফুট) উচ্চতায় জঙ্গলের মধ্য দিয়ে এই সেতুটি তৈরি করে।
বর্তমানে এই গোটা এলাকাটি সেই উপনিবেশের রেপ্লিকা হিসেবেই গড়ে তোলা হয়েছে। কেবল ফরাসি স্টাইলের দূর্গ, ক্যাথিড্রাল, বাগান সবটা মিলে অসম্ভব নান্দনিক এই অঞ্চলটি। লেডি গাগা এবং মাইকেল জর্ডনের মূর্তি সমন্বিত মোম জাদুঘরও রয়েছে এখানে।
কিন্তু এত কিছু ছেড়েও নব নির্মিত কউ ভাং বা "গোল্ডেন ব্রিজ"-এর দিকেই মূল আকর্ষণ মানুষের।
পর্যটক গ্যুয়েন ট্রুং ফুক এএফপিকে জানান, এই ব্রিজ থেকে ডানাং শহরটি সুন্দরভাবে দেখা যায়। অন্য আরেক পর্যটক গ্যুয়েন হিয়েন ট্র্যাং বলেন, “ বহু জায়গায় ঘুরেছি আমি, অনেক সেতুও দেখেছি। কিন্তু এত চমৎকার স্থাপত্য আগে কখনও দেখিনি আমি।“
বা না পাহাড়ের এই প্রজেক্টটি পরিচালনার দায়িত্বে ছিল সানগ্রুপ। 2016 সালে ভিয়েতনামের সবচেয়ে উঁচু পাহাড় ফানসিপ্যানের ট্যুরিস্ট স্পট সাপাতে কেবল কার চালু হয়। সেই সময়, স্থানীয়দের কাছ থেকে অভিযোগ আসে যে এই এলাকায় ট্রেকিং ব্যবসা কমাতে আর সৌন্দর্য নষ্ট করতেই এমন প্রজেক্ট নেওয়া হয়েছে।
কমিউনিস্ট দেশ ভিয়েতনাম ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব এশিয়ার অবশ্য-দর্শনীয় স্থান হিসাবে নিজেকে তুলে ধরেছে ।
গত বছরের হিসেব অনুযায়ী 13 মিলিয়ন বিদেশি পর্যটক এসেছিলেন ভিয়েতনামে। বেশিরভাগই চীন থেকে। 2017 সালে থাইল্যান্ডের বিদেশি পর্যটকের সংখ্যা ছিল 35 মিলিয়নের কাছাকাছি।
গোল্ডেন ব্রিজের ডিজাইনার আনহ জানান, ইতিমধ্যেই রুপোলি সেতুর কাজও শুরু হয়ে গেছে। হ্যান্ড অফ গডের পর এবার হেয়ার অফ গড। এই হাতের সাথে সামঞ্জস্য রেখেই তৈরি হবে চুল, এবং তাঁর মধ্য দিয়ে রূপোলি সেতু।
Click for more
trending news