পুলিশ সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখছে
পুরী: পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের মধ্যেই এক পুলিশকর্মীর বিরুদ্ধে এক কিশোরীকে হেনস্থা করার অভিযোগ উঠল শনিবার। সূত্রের খবর এক সিনিয়র অফিসার তেমনটাই জানিয়েছেন।
তবে তিনি আরও জানিয়েছেন অভিযুক্ত পুলিশকর্মীকে এখনও চিহ্নিত করা যায়নি।
ফুট স্পা করাতে গিয়ে চণ্ডীগড়ের অভিজাত হোটেলে বিদেশিনীকে ধর্ষণের অভিযোগ
নিজের অভিযোগে জয়পুরের বাসিন্দা ওই কিশোরী জানিয়েছে, ‘‘ওই পুলিশকর্মী তাকে ও তার বাবা-মাকে ‘বাহার কথা' থেকে ‘ভিতর কথা'য় নিয়ে যাচ্ছিলেন। তখন মেয়েটি ঈশ্বরের আরাধনা করার সুযোগ নিয়ে পুলিশকর্মী তার সঙ্গে অভব্যতা করেন।''— জানিয়েছেন পুরীর এসপি সার্থক সারঙ্গি।
এসপি জানিয়েছেন, সিংহদ্বার পুলিশ স্টেশনে মেয়েটির বয়ান রেকর্ড করা হয়েছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এক সিনিয়র পুলিশ অফিসারকে।
অলোক নাথের বিরুদ্ধে লড়াইয়ের কোনও শেষ নেই, কিন্তু জনসমর্থনই আমার শক্তি: বিনিতা নন্দ
অভিযোগকারিণী পুলিশ স্টেশনের বাইরে রিপোর্টারদের সঙ্গে কথা বলার সময়ে বলেন, ‘‘অভিযুক্তকে ফের দেখলে চিনতে পারবো।''
পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। সারঙ্গি বলেন, ওই পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
এ নিয়ে মন্দিরের সেবাদাসেরা প্রতিবাদ বিক্ষোভও দেখান। বিক্ষোভের জেরে শুক্রবার প্রায় ১২ ঘণ্টার জন্য পুরীর মন্দিরের দরজা বন্ধ থাকে।
আরও খবর দেখুন এখানে