অযোধ্যা মামলা: যোগী আদিত্যনাথ বলেন, রামমন্দির সমস্যার সমাধান হয়ে যাবে ২৪ ঘন্টায়
হাইলাইটস
- মন্দির সমস্যার সমাধান চায় না কংগ্রেস: যোগী আদিত্যনাথ
- তিনি বলেন, “মানুষের বিশ্বাস হারাতে পারে প্রতিষ্ঠান”
- তিনি বলেন, সুপ্রিম কোর্টের দ্রুত শুনানি করে সমাধান করা উচিত
নিউ দিল্লি: অযোধ্যায় রামমন্দির নির্মাণ নিয়ে দ্রুত নিষ্পত্তির দিকে এগোনো উচিত সুপ্রিম কোর্টের। এমনই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইন্ডিয়া টিভিকে তিনি বলেন, “যদি অপ্রয়োজনীয় দেরী হয়, প্রতিষ্ঠানের ওপর আস্থা হারান সাধারণ মানুষ”।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, “আদালতের উচিত দ্রুত রায় দেওয়া, যদি করতে না পারে, তাহলে আমাদের হাতে বিষয়টি তুলে দেওয়া উচিত। ২৪ ঘন্টার মধ্যে আমরা রাম জন্মভূমি নিয়ে সমস্যার সমাধান করে দেব, ২৫ ঘন্টা সময় নেব না”।
শূন্য যোগ শূন্য, শূন্যই হয়, রাহুল- প্রিয়াঙ্কাকে একযোগে আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
তিনি আরও বলেন, “মানুষর সন্তুষ্টির জন্য, সুপ্রিম কোর্টের কাছে আমরা দ্রুত বিচারের আবেদন জানাচ্ছি,যাতে মানুষের কাছে এটা বিশ্বাসের প্রতীক হয়ে থাকে”।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথায়, “ অপ্রয়োজনীয় দেরী…সাধারণ মানুষের ধৈর্য ও বিশ্বাসকে প্রশ্নের মুখে ঠেলে দেয়”।
যোগী আদিত্যনাথের অভিযোগ, অযোধ্যা মামলার সমাধান চায় না কংগ্রেস। তিনি বলেন, “যদি অযোধ্যা মামলা নিষ্পত্তি হয়ে যায়, তিন তালাক নিষিদ্ধ কার্যকর হয়, ভারতে তোষণের রাজনীতি চিরকালের জন্য শেষ হবে”।
অযোধ্যা মামলায় নতুন বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ
উত্তরপ্রদেশের সপা-বসপা জোট নিয়ে তোপ দাগেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, তারাও “নিম্নস্তরের জাতপাতের রাজনীতি করছে, তবে এই লড়াই হবে ৭০-৩০ অংশের”।
যোগী আদিত্যনাথের কথায়, “৭০ শতাংশ ভোটার রয়েছেন বিজেপির সঙ্গে, সেখানে ৩০ শতাংশ ভোটার রয়েছেন মহাজোটের দিকে”।
প্রিয়াঙ্কাকে “কলঙ্কিত পুরুষের জীবনসঙ্গীনি” বললেন, মোদী
প্রিয়াঙ্কা গান্ধীকে উত্তরপ্রদেশের পূর্বাংশের সাধারণ সম্পাদক করা হয়েছে। তা নিয়ে যোগী আদিত্যনাথ বলেন, “কংগ্রেস আবার প্রমাণ করল, তাদের কাছে পরিবারই রাজনীতি, পরিবারের বাইরে তাারা কিছু ভাবতে পারে না”।
মুখ্যমন্ত্রী বলেন, ২০১৪ সালের থেকে এবার লোকসভা নির্বাচনে বেশী পাবে বিজেপি।