হাইলাইটস
- কয়েক ঘণ্টার জন্য গোয়া বিমান বন্দর বন্ধ করে দেওয়া হল
- আপাতত এই বিমান বন্দরে থেকে কোন বিমান ওঠা নামা করবে না
- এই বিমান বন্দর থেকে একটি যুদ্ধ বিমানের উড়ে যাওয়ার কথা ছিল
পানাজি: কয়েক ঘণ্টার জন্য গোয়া বিমানবন্দর (Goa Airport) বন্ধ করে দেওয়া হল। আপাতত এই বিমানবন্দরে থেকে কোনও বিমান ওঠা নামা করবে না। জানা গিয়েছে এই বিমানবন্দর(Goa Airport) থেকে একটি যুদ্ধ বিমানের (Fighter Jet) উড়ে যাওয়ার কথা ছিল। আর তখনই বিপত্তি বাধে। বিমানের জ্বালানির ট্যাঙ্ক (Fuel Tank) খুলে পড়ে যায়। আর তার জেরেই আগুন ধরে যায় বিমান বন্দর চত্বরে।জানা গিয়েছে আজ দুপুর দুটো নাগাদ এই ঘটনাটি ঘটেছে। তেলের ট্যাঙ্ক পড়ার পরেই বিমান বন্দরের মূল রানওয়ের একটি অংশে আগুন লেগে যায়। এদিকে রাজধানী দিল্লির কাছে ফরিদাবাদে (faraidabad Fire)) শনিবার আগুনের গ্রাসে মৃত্যু হয় তিন জনের। তার মধ্যে দুই শিশু রয়েছে। দিন কয়েক আগে গুজরাটের সুরাটে একটি কোচিং সেন্টারে আগুন লেগে ২২ পড়ুয়া মৃত্যু হয়। তারপর আবার আগুনে পুড়ল শিক্ষা প্রতিষ্ঠান। এবার ঘটনাস্থল দিল্লি ((Delhi Fire) ।
আজ সকালে ফরিদাবাদের (Faridabad) ওই স্কুলের পাশে থাকা একটি কাপড়ের দোকানে আগুন লাগে সেখানে থেকে স্কুলে আগুন ছড়িয়ে পড়ে অগ্নিকান্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি দমকল সুরাটের মতো এখানেও দমকলের বিরুদ্ধে দেরি করে আসার অভিযোগ উঠেছে। অন্য একটি ঘটনায় আজ সকালে আগুনে পোড়ে কলকাতার একটি রাসায়ক কারখানাও (Kolkata Fire ) । এবার দিল্লিতে আগুন লাগার খবর পাওয়া গেল। তাতে তিন জনের প্রাণও গেল।