This Article is From May 23, 2019

Panaji Assembly Bypoll: গেরুয়া ঝড়েও ধাক্কা, পানাজি বিধানসভার উপনির্বাচনে জয় ছিনিয়ে নিল কংগ্রেস

2019 assembly election results; নির্বাচন কমিশন জানিয়েছে,কংগ্রেস প্রার্থী আতানাসিও মনসের্রাটের ঝুলিতে যেখানে এসেছে  ৮,৭৪৮ টি ভোট, সেখানে বিজেপি প্রার্থী সিদ্ধার্থ কুনকোলিয়েনকার পেয়েছেন ৬,৯৯০ টি ভোট।  

Panaji Assembly Bypoll: গেরুয়া ঝড়েও ধাক্কা, পানাজি বিধানসভার উপনির্বাচনে জয় ছিনিয়ে নিল কংগ্রেস

পানাজি বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের কাছে নতিস্বীকার বিজেপির। বিগত ২৫ বছর ধরে গোয়ার পানাজি বিধানসভার (Panaji Assembly bypoll)যে আসনটি ছিল গেরুয়া দলের দখলে,সেই আসনেই কংগ্রেসের কাছে হার মানতে হল বিজেপিকে। বৃহস্পতিবার কংগ্রেস প্রার্থী আতানাসিও মনসের্রাটের (Atanasio Monserratte)কাছে হারলেন বিজেপি প্রার্থী সিদ্ধার্থ কুনকোলিয়েনকার(Siddharth Kunkolienkar) । গত মার্চে পানাজি বিধানসভার বিধায়ক তথা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের প্রয়াণে  বিধানসভা আসনটি শূন্য হয়ে পড়ায় প্রয়োজন হয় এই উপনির্বাচনের। বৃহস্পতিবার এই কেন্দ্রের  ভোটগণনার পর দেখা যায় যেখানে লোকসভা নির্বাচনের ভোটপ্রবণতায় গেরুয়া ঝড়ের কাছে প্রায় খড়কুটোর মতো উড়ে যাচ্ছে কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলি, সেখানে একেবারে উলটপুরাণ পানাজি বিধানসভা আসনের উপনির্বাচনে।

নির্বাচন কমিশন জানিয়েছে,কংগ্রেস প্রার্থী আতানাসিও মনসের্রাটের (Atanasio Monserratte)ঝুলিতে যেখানে এসেছে  ৮,৭৪৮ টি ভোট, সেখানে বিজেপি প্রার্থী সিদ্ধার্থ কুনকোলিয়েনকার (Siddharth Kunkolienkar) পেয়েছেন ৬,৯৯০ টি ভোট।  পানাজি বিধানসভার উপনির্বাচনে(Panaji Assembly bypoll)ভোটগণনার শেষে তৃতীয় স্থানটি পেয়েছেন দ্য গোয়া সুরক্ষা মঞ্চের প্রার্থী তথা গোয়া আরএসএসের প্রাক্তন প্রধান সুভাষ ভেলিঙ্গকর (Subhash Velingkar)। সুভাষ পেয়েছেন মাত্র ৫৬০টি ভোট। অন্যদিকে, আপ প্রার্থী বাল্মিকী নায়েক (Valmiki Naik) ৪৩৬ টি ভোট পেয়ে রয়েছেন চতুর্থ স্থানে। 

প্রসঙ্গত,২০১৭-এর বিধানসভা নির্বাচনে কুনকোলিয়েনকারের (Siddharth Kunkolienkar)কাছেই প্রায় ১,৬০০ ভোটে হার মানতে হয়েছিল এবারের বিজয়ী কংগ্রেস প্রার্থী মনসের্রাটকে (Atanasio Monserratte)।
বৃহস্পতিবার সকালে ভোটগণনা শুরু হওয়ার পর থেকেই কংগ্রেস প্রার্থী মনসের্রাট(Atanasio Monserratte) প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী কুনকোলিয়েনকারের (Siddharth Kunkolienkar)থেকে বেশ বড় ব্য়বধানেই এগিয়ে ছিলেন, পরে যা পরিবর্তিত হয় নিশ্চিত জয়ে।গত ১৯ মে ভোটগ্রহণ হয় পানাজি বিধানসভা কেন্দ্রে, যেখানে দিনের শেষে ভোট পড়ে ৭৫ শতাংশেরও বেশি। 
তবে সেই ১৯৯৪ সাল থেকে মনোহর পারিক্করের (Manohar Parrikar)নেতৃত্বে এই কেন্দ্রটি এতদিন নিজেদের হাতেই রাখতে সক্ষম হয়েছিল বিজেপি। দীর্ঘ ২৫ বছর পর পারিক্করের প্রয়াণের কিছুদিনের মধ্যেই সেখানে ফিকে হয়ে গেল গেরুয়া রং।
বৃহস্পতিবার পানাজি বিধানসভার উপনির্বাচনের (Panaji Assembly bypoll)ফল প্রকাশের পরেই এই পরাজয়ের দায়স্বীকার করে বিজেপি প্রার্থী কুনকোলিয়েনকার (Siddharth Kunkolienkar)পদ্ম দলের কর্মীদের কাছে এতদিনের আসন হাতছাড়া হওয়ায় ক্ষমাপ্রার্থনা করেছেন। অন্যদিকে কংগ্রেস প্রার্থী আতানাসিও মনসের্রাট (Atanasio Monserratte)বিজেপিকে কটাক্ষ করে বলেন, পারিক্করের (Manohar Parrikar)অনুপস্থিতিতে "অসহায় "বোধ করছে তাঁর দল।

.