গোয়া বোর্ড অফ সেকেন্ডারি এন্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন দ্বাদশ পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে. বোর্ডের বেশির ভাগ ওয়েবসাইট gbshse.gov.in -এ গিয়ে বিদ্যার্থীরা নিজেদের পরিণাম দেখতে পারবে. 2018 সালের 5 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত গোয়া বোর্ডের পরীক্ষা চলেছিল.
গোয়ার দ্বাদশ পরীক্ষার ফলাফল কিভাবে দেখবেন, তা দেখুন
১. সবার আগে অফিসিয়াল ওয়েবসাইট gbshse.gov.in-তে যান.
২. হোম পেজ GBSHSE Goa Board Class 12th Results 2018 -তে ক্লিক করুন.
৩, নির্দেশ অনুসারে ফর্ম ফিলাপ করুন.
৪. রোল নম্বর লিখুন.
৫. রোল নম্বর লেখার পরে ফর্ম সাবমিট করুন.
৬. রোল নম্বর প্রদানের পরে রেজাল্ট সামনে এসে যাবে.
আপনি ইচ্ছা করলে প্রিন্ট -আউট নিতে পারেন. উল্লেখ যোগ্য যে, এবছরে গোয়া বোর্ড থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় 17 হাজার ছাত্র পরীক্ষা দিয়েছে. গত বছর এর পরিণাম ছিল 16521. যার মধ্যে থেকে 87.77 শতাংশ ছাত্র পাশ করেছিল.