Manohar Parrikar Death: আজই শেষ কৃত্য হবে গোয়ার মুখ্যমন্ত্রীর।
হাইলাইটস
- তাঁর মৃত্যুর পর অনেকেই ডুব দিয়েছেন স্মৃতিতে
- এনডিটিভির সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন গোয়ার এক মন্ত্রী
- তিনি জানান আর কারও পক্ষে মনোহর পারিকরের ভূমিকা নেওয়া সম্ভব নয়
নিউ দিল্লি: মাস দুয়েক আগে সদ্য প্রয়াত মনোহর পারিকর (Monohar Parrikar) বলেছিলেন শেষ নিঃশ্বাস পর্যন্ত গোয়ার জন্য কাজ করে যেতে চান। মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত সেই কাজই করে গিয়েছেন তিনি। তাঁর মৃত্যুর পর অনেকেই ডুব দিয়েছেন স্মৃতিতে। এনডিটিভিকে গোয়ার মন্ত্রী বিশ্বজিৎ রাণে বলেছেন আর কারও পক্ষে মনোহর পারিকরের ভূমিকা নেওয়া সম্ভব নয়। তাঁর মতো কাজের মানুষও আর কেউ হতে পারবেন না। নিজের বক্তব্যের সমর্থনে যুক্তি দিয়ে গোয়ার মন্ত্রী বলেন, ‘অসুস্থতা তাঁকে ঘিরে ধরেছিল। তাঁর শরীরের সর্বত্র টিউব ছিল। তা সত্ত্বেও কাজ করে চলতেন মনোহর। কয়েক দিন আগে হাসপাতালে গিয়ে সেটাই দেখেছি। দরজা থেকে দেখতে পেয়েই আমায় ভেতরে ডেকে নেন তিনি। আমার হাতে থাকা ফাইলের দিকে নির্দেশ করে তিনি বলেন সেটিতে স্বাক্ষর করতে চান। আর সেটাই তাঁর স্বাক্ষর করা শেষ ফাইল।'
'আইপিএস অফিসার' পরিচয় দিয়ে মহিলার সঙ্গে ১ লক্ষ টাকার প্রতারণা, ধৃত অভিযুক্ত
মন্ত্রী জানান একজন মানুষ যখন মৃত্যুর দিকে এগিয়ে যায় তখন তাঁর মধ্যে অন্য কোনও কিছুই কাজ করে না। কিন্ত মৃত্যু তাঁর কাছে চলে আসার পরও কাজ করে গিয়েছেন মনোহর । এটা থেকেই বোঝা যায় গরিব এবং প্রান্তিক মানুষই ছিলেন তাঁর ধ্যান – জ্ঞান।