পাইলট বিমানটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। (প্রতিনিধিত্বমূলক)
কলকাতা:
একটি পোর্ট ব্লেয়ার গামী গোএয়ার (GoAir) 167 জন যাত্রী নিয়ে আকাশে ওড়ার পর শীঘ্রই নেতাজি সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল বিমান বন্দরে ফিরে আসে।একটা পাখির সাথে সংঘর্ষ লাগার জন্য বিমানটি মাটিতে ফিরে আসতে বাধ্য হয় বলে জানা যাচ্ছে।
বিমান বন্দরের কতৃপক্ষ (AAI) জানিয়েছে যে, প্রায় 8.57 টায় প্লেনটি আপৎকালীন তৎপরতার জন্য মাটিতে ফিরে আসতে বাধ্য হয়।তবে জানানো হয়েছে, যাত্রীরা সকলেই সুরক্ষিত আছে।
এয়ারলাইন্সের পক্ষ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে গোএয়ারের প্লেন G8 101 ''ওড়ার একটু পরেই পাখির সাথে ধাক্কা লাগার জন্য পুনরায় কলকাতার মাটিতে ফিরে আসতে বাধ্য হয়।''
জানা গেছে যে, আজ আর প্লেনটি উড়বে না, এটি কাল রওনা দেবে।সমস্ত যাত্রীদের সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে AAI -এর তরফ থেকে একথাও শোনা গেছে যে, প্লেনের ইঞ্জিন প্রচন্ড জোরে কম্পিত হচ্ছিল বলে আজ সকালে ওড়ার খানিকক্ষণ বাদেই তা মাটিতে ফিরে আসতে বাধ্য হয়।তবে 167 জন যাত্রী সুরক্ষিত আছে, সে কথাও জানানো হয়েছে।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)