This Article is From Sep 16, 2019

‘‘ঈশ্বর সত্যিই সৃষ্টিশীল’’: স্মৃতি ইরানির নতুন পোস্টে মজল নেটিজেনরা

রবিবার আবারও স্মৃতি ইরানির (Smriti Irani) ইনস্টাগ্রাম পোস্ট ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়।

‘‘ঈশ্বর সত্যিই সৃষ্টিশীল’’: স্মৃতি ইরানির নতুন পোস্টে মজল নেটিজেনরা

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির (Smriti Irani) ইনস্টাগ্রামে জনপ্রিয়তা প্রবল।

ইনস্টাগ্রামে (Instagram) কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির (Smriti Irani) জনপ্রিয়তা প্রবল। রবিবার আবারও তাঁর ইনস্টাগ্রাম পোস্ট ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়। ‘ডেসপিকেবল মি' ছবির ফ্র্যাঞ্চাইজির দৌলতে মিনিয়নকে (Minion) চেনেন অধিকাংশ নেটিজেনরাই। সেই মিনিয়নকে নিয়েই এবার পোস্ট করলেন স্মৃতি। তাঁর পোস্টের ক্যাপশন ছিল ‘‘ঈশ্বর সত্যিই সৃষ্টিশীল, আমি বলতে চাইছি আমাকে কেবল দেখুন।'' বুদ্ধিদীপ্ত, দুরন্ত মজার এই পোস্টে চিরপরিচিত স্মৃতি ইরানির রসিকতাময় বুদ্ধিদীপ্তির ঝিলিক দৃশ্যমান। দেখে নিন নীচে:

0smc1qdg

মথুরার 'ছাপান্ন ভোগ' এবছর উৎসর্গ ISRO-কে

মিনিয়নকে নিয়ে আগেও পোস্ট করেছেন স্মৃতি। প্রতিবারই ক্যাপশন থাকে জবরদস্ত। দেখে নিন নিজেই:

#instagyan for aaj kal ke bachche ❤️#wednesdaywisdom

A post shared by Smriti Irani (@smritiiraniofficial) on

#hellomonday ????????????????????

A post shared by Smriti Irani (@smritiiraniofficial) on

গত বৃহস্পতিবার স্মৃতি ইরানি আরও একটি মজাদার পোস্ট করেছিলেন। তবে সেবার মজাটা নিজেকে নিয়ে করেননি তিনি। পোস্টের তলায় প্রচুর কমেন্ট পড়ে। স্মৃতি ইরানি মজাদার প্রত্যুত্তর দিয়েছিলেন সেই সব কমেন্টের।

আপনার কেমন লাগল তাঁর ইনস্টাগ্রাম স্টোরি? কমেন্ট সেকশনে আমাদের জানান।

.