হাইলাইটস
- একটি গুদাম আর বস্তি পুড়ে ছাই নিমেষে
- হতাহতের কোনও খবর
- খবর, গ্যাস সিলিন্ডার ফেটে এই ভয়াবহ অগ্নিকাণ্ড
কলকাতা: রবিবার ছুটির দিনেও পরপর দু-জায়গায় ভয়াবহ আগুন লাগল কলকাতায় (Kolkata)। দাউ দাউ আগুনে (Fire) পুড়ে ছাই একটি গুদাম (Godowns) এবং এক বস্তির বহু ঝুপড়ি। দমকল কর্তৃপক্ষ জানিয়েছেন, ইএম বাইপাস সংলগ্ন কসবা অঞ্চলে প্রথম আগুন লাগার ঘটনাটি ঘটে। আগুনের আঁচে ক্ষতিগ্রস্ত হয় সেখানকার একটি বেসরকারি হাসপাতালের কিছুটা অংশ। হাওয়ার টানে দেখতে দেখতে ওই আগুন ছড়িয়ে পড়ে লাগোয়া বস্তিতে (Slum Area)। ভস্মীভূত হয় বেশ কয়েকটি ঝুপড়ি। খবর, রান্নার গ্যাস সিলিন্ডার (gas cylinder) ফেটে লাগে এই আগুন। দমকলের একাধিক ইঞ্জিনের তৎপরতায় অবশেষে আয়ত্তে আসে অগ্নিকাণ্ড। বড় আকারে আগুন লাগলেও কেউ হতাহত হয়নি।
টাকা না দেওয়ায় বাবাকে খুন ১৯-এর ছেলের
কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, সবার আগে দমকলকর্মীরা আগুন নেভান হাসপাতালের। তারপরেই ছুটে যান বস্তির আগুন নেভাতে। পাশাপাশি, এমজি রোডের এক গোডাউনেও আগুন লাগে গতকাল। সেখানকার আগুন নিয়ন্ত্রণে আসে দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায়। কেউ হতাহত না হলেও পুড়ে ছাই গুদামটি।
VIDEO: দেখুন ভিডিও