নয়া দিল্লি: ফের সোনার হদিশ মিলল। সোনার খনির পর এবার পাওয়া গেল সোনার মুদ্রা বা মোহর (Gold coin)। খবর, জাতিরুভানাইকাভালের জম্বুকেশ্বর মন্দিরের (Jambukeshwar Temple) কাছে খনন কার্যের সময় একটি পাত্রে মিলেছে ১.৭১৬ কিলোগ্রাম ওজনের ৫০৫টি সোনার মুদ্রা। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, আবিষ্কৃত মুদ্রাগুলির ৫০৪ টি ছোট। একটিই বড়। এবং তার পিঠে আরবি হরফ খোদাই করা আছে। যা দেখে অনুমান, খ্রিস্টপূর্ব এক হাজার থেকে বারোশ শতকের পুরনো এই মুদ্রা।
ভারতে খোঁজ মিলল বিরাট এক সোনার খনির, রয়েছে প্রায় ৩,৫০০ টন সোনা!
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মুদ্রা সমেত পাত্রটি মাটির প্রায় সাত ফুট নীচে পাওয়া গেছে। আপাতত পাত্র সমেত স্বর্ণমুদ্রা তুলে দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের হাতে। পাত্র এবং মুদ্রাগুলি কোন সময়ের? জানতে ডাকা হয়েছে প্রত্নতাত্ত্বিকদের।