জোসেফ প্ল্যাটুর ২১৮ তম জন্মদিনে গুগলের শ্রদ্ধার্ঘ্য
নয়া দিল্লি: সোমবার গুগল বেলজিয়ামের পদার্থবিদ জোসেফ অ্যান্টনি ফার্দিনান্দ প্ল্যাটুর (Joseph Plateau) ২১৮ তম জন্মদিন (Birthday) পালন করছে তাদের ডুডলের (Google Doodle) মাধ্যমে। ফেনাকিস্টিস্কোপ এই বিজ্ঞানীর এক যুগান্তকারী আবিষ্কার। যা পরে সিনেমা তৈরিতে কাজে লাগে।
ইনস্টাগ্রামে ফলোয়ার্স সংখ্যায় শীর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
জন্মদিনে তৈরি এই ডুডল নিয়ে গুগল জানিয়েছে, "এই ডুডলের মাধ্যমে বিজ্ঞানীর চিন্তা-ভাবনা, তাঁর আবিষ্কারকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।"
১৮০১ সালের ১৪ অক্টোবর ব্রাসেলসে জন্মগ্রহণ করেছিলেন বিজ্ঞানী প্ল্যাটু। তাঁর বাবা ছিলেন বিশিষ্ট শিল্পী। যিনি প্রধানত ফুলের ছবিই আঁকতেন। আইন নিয়ে পড়ার পর তিনি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। এবং ঊনিশ শতকে বেলজিয়ামের বিশিষ্ট বিজ্ঞানী হিসেবে পরিচিত হন। তিনি মানুষের রেটিনার উপর আলোক এবং বর্ণের প্রভাবের ওপর গবেষণা করেছিলেন।
‘মারাত্মক মন্দা'র আশঙ্কা: প্রবৃদ্ধির পূর্বাভাস ৬ শতাংশে নামিয়ে সতর্কবার্তা বিশ্বব্যাংকের
যদিও শেষ জীবনে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন জোসেফ। তারপরেও বিজ্ঞান সাধনা থেমে থাকেনি তাঁর। নিজের ছেলেকেও তিনি এই কাজেই টেনে নিয়েছিলেন।