தமிழில் படிக்க Read in English
This Article is From Jan 15, 2019

Google Doodle: অ্যাংলো ইন্ডিয়ান পর্যটক সেক ডিন মাহমেদকে স্মরণ গুগল ডুডলের

পাশ্চাত্যে প্রায় প্রথম পর্যায়ের অ-ইউরোপীয় প্রবাসী হিসাবে মাহমেদ ইংল্যন্ডে একটি ভারতীয় রেস্তোরাঁ খোলেন। সেটি পরে ব্রিটেনের অন্যতম বিখ্যাত রেস্তোরাঁয় পরিণত হয়।

Advertisement
ওয়ার্ল্ড

Google Doodle: মাহমেদ ‘দ্য শ্যাম্পুইং সার্জেন অফ ব্রাইটন’—এর উপাধিও পান

আজকের গুগল ডুডল অ্যাংলো ইন্ডিয়ান পর্যটক সেক ডিন মাহমেদকে স্মরণ করলো। মাহমেদ ছিলেন একজন অন্ত্রেপ্রেনর। তিনি ভারত ও ইংল্যান্ডের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ গড়ে তুলেছিলেন। ২২৫ বছর আগে আজকের দিনেই মাহমেদ প্রথম ভারতীয় লেখক যিনি ইংরাজিতে বই প্রকাশ করেন।

বছরের ক্ষুদ্রতম দিন, শীতকালীন দক্ষিণায়নকে উদযাপন গুগল ডুডলের

পাশ্চাত্যে প্রায় প্রথম পর্যায়ের অ-ইউরোপীয় প্রবাসী হিসাবে মাহমেদ ইংল্যন্ডে একটি ভারতীয় রেস্তোরাঁ খোলেন। সেটি পরে ব্রিটেনের অন্যতম বিখ্যাত রেস্তোরাঁয় পরিণত হয়।

Advertisement

১৮১০ সালে ইংল্যন্ডে চলে যাওয়ার পরে সেক ডিন মাহমেদ সেখানে হিন্দুস্থানী কফি হাউস তৈরি করেন। সেটিই ছিল ব্রিটেনে প্রথম ভারতীয় রেস্তোরাঁ। কিন্তু কয়েক বছর পরে তিনি সেটি বন্ধ করতে বাধ্য হন। তারপরে তিনি নতুন করে পরিকল্পনা শুরু করেন।

পরিবারকে তিনি ব্রাইটনের সমুদ্রের ধারে সরিয়ে আনেন। সেই এলাকায় সেক ডিন মাহমেদ'স স্পা খোলেন। সেখানে নানা ভেষজ উপাদানে বাষ্পীয় স্পায়ের ব্যবস্থা থাকতো। তিনি এর নাম দেন ‘শ্যম্পুইং'। মাথা ম্যাসেজ করার প্রতিশব্দ ‘চাম্পি' নামে হিন্দি শব্দটি তার জন্য সেখানে খুব সাড়া ফেলে দেয়।

Advertisement

20তম জন্মদিনে (Birthday) কী করলো গুগল?

মাহমেদ ‘দ্য শ্যাম্পুইং সার্জেন অফ ব্রাইটন'—এর উপাধিও পান। সমুদ্র সৈকতে এই স্পা ব্রিটিশ অভিজাত ও রাজপরিবারে যুক্তদের আকর্ষিত করে। ১৮২২ সালে তিনি কিং জর্জ ফোর-এর ব্যক্তিগত ‘শ্যাম্পুইং সার্জেন'-পরিণত হন। এর জেরে তার ব্যবসা বিরাট প্রচার পায়। ইংল্যন্ডের ব্রাইটন মিউজিয়ামে সেক ডিন মাহমেদের একটি পোট্রেইট রয়েছে। সেখানে লেখা দু'টি সংস্কৃতির মিলনে সাহায্য করেছিলেন যে ব্যক্তি।

Advertisement

আরও খবর দেখুন এখানে

Advertisement