স্যার জন টেনিয়েল স্মরণে গুগল
নয়া দিল্লি: তিনি অমর তাঁর সৃষ্টি 'অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড'-এর রেখাচিত্রের জন্য। কার্টুন শিল্পী বা ব্যঙ্গ চিত্রকর স্যার জন টেনিয়েলের (Sir John Tenniel) আজ, শুক্রবার দ্বিশত জন্মবার্ষিকী। পেন্সিলের হাল্কা রেখায় তাঁর অঙ্কনশৈলীকে নতুন করে ডুডলে তুলে ধরে যথারীতি জন্মদিন উদযাপনে ব্যস্ত গুগল (Google)। ১৮২০ সালের ২৮ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন টেনিয়েল। ১৮৯৩-এ শৈল্পিক কৃতিত্বের জন্য তিনি নাইট উপাধি পান। তাঁর বয়স যখন মাত্র ২০ বছর তখন টেনিয়েল একটি দুর্ঘটনায় হারান তাঁর ডান চোখের দৃষ্টি।
পিঠে চাপড় মারতেই রেগে আগুন নবজাতক! চোখগরম ডাক্তারবাবুকেই?
টেনিয়েলের শিক্ষা রয়্যাল একাডেমির স্কুলে। ১৮৩৬-এ তাঁর প্রথম ছবি সোসাইটি অফ ব্রিটিশ আর্টিস্টের প্রদর্শনীতে স্থান পেয়েছিল। পরে, ওয়েস্ট মিনস্টারের নতুন প্যালেসের ম্যুরাল সজ্জার একটি নকশা প্রতিযোগিতায় ১৬ ফুটের একটি কার্টুন এঁকে £ 100 পেয়েছিলেন। "পাঞ্চ" ম্যাগাজিনের প্রধান রাজনৈতিক কার্টুনিস্ট এবং লুইস ক্যারলের "অ্যালিসের অ্যাডভেঞ্চারস ইন ওয়ান্ডারল্যান্ড"-এর চিত্রকর হিসেবে চিরস্মরণীয় টেনিয়েলের আঁকা ছোট-বড় সবার মন জয় করেছিল।
IND vs BAN: হাতে ব্যাট চোখে কাজল! ক্রিকেট বিশ্বের 'ক্রাশ' জাহানারা?
প্রসঙ্গত, ১৯৬৪-তে অ্যালিসের জন্মদাতা মি. ক্যারোলের সঙ্গে আলাপ হয় তাঁর। এরপরেই টেনিয়েল ৪২টি কার্টুন আঁকেন অ্যালিসের। যা তাঁকে বিখ্যাত করে। বিশ্বে ছড়িয়ে দেয় অ্যালিসকেও। কয়েক দশক ধরে টেনিয়েল ছোট এবং বড়দের জন্য অ্যানিমেটেড ও কার্টুন এঁকেছেন। আজও বিশ্বের সমস্ত ব্যঙ্গ চিত্রকর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তাঁকে।
Click for more
trending news