This Article is From Mar 07, 2019

Google Doodle: গণিতজ্ঞ ওলগা লেডিজেনস্কায়ার জন্মদিনে শ্রদ্ধার্ঘ গুগল ডুডলের

Google Doodle- অনেক মহান ব্যক্তির মতোই ওলগার (Olga Ladyzhenskaya) জীবনেও ছিল বহু সংগ্রাম। বাবার মৃত্যুর সময় এক কঠিন পরিস্থিতি ও ঘৃণার মুখোমুখি হতে হয়েছিল তাঁদের। যদিও হার না মানা ওলগা লড়ে গিয়েছেন, নিজের কাজ রেখে গিয়েছেন।

Google Doodle: গণিতজ্ঞ ওলগা লেডিজেনস্কায়ার জন্মদিনে শ্রদ্ধার্ঘ গুগল ডুডলের

Olga Ladyzhenskaya 97th Birthday:গুগলের বিশেষ সম্মান ডুডলের মধ্যে দিয়ে

হাইলাইটস

  • ওলগা লেডিজেনস্কায়ার ৯৭ তম জন্মদিন আজ
  • রাশিয়ান গণিতবিদের সম্মানে গুগল ডুডল
  • ১৯২২ সালের ৭ মার্চ জন্ম নেন এই প্রতিভাময়ী

রাশিয়ার মহান গণিতজ্ঞ ওলগা লেডিজেনস্কায়ার (Olga Ladyzhenskaya) ৯৭ তম জন্মদিনে (Olga Ladyzhenskaya 97th Birthday) আজ গুগল তাঁদের বিশেষ ডুডলের (Google Doodle On Olga Ladyzhenskaya) মাধ্যমে সম্মান প্রদান করছে। পার্সিয়াল ডিফারেনশিয়াল ইক্যুয়েশন এবং ফ্লুইড ডায়নামিক্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ওলগা লেডিজেনস্কায়ার। গুগলের ডুডলে এই বিখ্যাত গণিতবিদের ছবি এবং তাঁর নানান গাণিতিক সমীকরণ দিয়েই সাজানো হয়েছে। ছবির নীচে ডিফারেনশিয়াল সমীকরণটিও দেওয়া হয়েছে। তবে অনেক মহান ব্যক্তির মতোই ওলগার জীবনেও ছিল বহু সংগ্রাম। বাবার মৃত্যুর সময় এক কঠিন পরিস্থিতি ও ঘৃণার মুখোমুখি হতে হয়েছিল তাঁদের। যদিও হার না মানা ওলগা লড়ে গিয়েছেন, নিজের কাজ রেখে গিয়েছেন। জেনে নিন ওলগা লেডিজেনস্কায়ার জীবনের বিশেষ কিছু তথ্য... 

আমি দারিদ্র্য এবং সন্ত্রাসবাদকে হারাতে চাইছি আর বিরোধীরা আমায়: মোদী

ওলগা লেডিজেনস্কায়ার ৯৭ তম জন্মদিনে গুগলের সম্মান 

sk1h73d

1. ওলগা লেডিজেনস্কায়ার (Olga Ladyzhenskaya) জন্ম ৭ মার্চ ১৯২২, রাশিয়ার কলোগ্রিভ শহরে। তাঁর বাবা গণিতের শিক্ষক ছিলেন। বাবার কাছ থেকে শিখতে শিখতেই গণিতে আগ্রহ জন্মায় তাঁদের তাদের। ১৯৩৭ সালে সোভিয়েত ইউনিয়নের একটি প্রতিষ্ঠান তাঁর বাবাকে গ্রেপ্তার করে হত্যা করে। সাধারণ মানুষের কাছে তাঁর বাবা ছিলেন অপরাধী। এর পরেই মানুষের ঘৃণার মুখে পড়েন তাঁরা। কোনও শিক্ষা প্রতিষ্ঠানে তাঁকে ভর্তি নেওয়া হয় না।

 

2. বাবার মৃত্যুর পরে উচ্চ শিক্ষার জন্য লেনিনগ্রাদ বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে নেওয়া হয়নি। পরে মস্কো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে লেনিনগ্রাদ স্টেট ইউনিভার্সিটি এবং মস্কো স্টেট থেকে ১৯৫৩ সালে ডক্টরেট হন।

"...দেখলেই মনে হয় গব্বর সিং আসছে", মোদীকে আক্রমণ করে বললেন মমতা

3. পড়াশোনা শেষ করার পরে ওলগা বাচ্চাদের পড়াতে শুরু করেন। ১৯৫৯ সালে সেন্ট পিটার্সবার্গে ম্যাথামেটিকাল সোসাইটির সদস্য হন। ১৯৯০ সালে ওই সোসাইটির সভাপতি হন।

 

4. ওলগার (Olga Ladyzhenskaya) গাণিতিক সমীকরণের সহায়তায় ওশিয়ানোগ্রফি, এয়ারোডায়ানেমিক্স এবং আবহাওয়া পূর্বাভাসে সাহায্য করে।

 

5. অঙ্ক এবং ফ্লুইড ডায়নামিক্সে তাঁদের অবদানের জন্য ২০০২ সালে লোমোনোস্লোভ (Lomonosov) স্বর্ণ পদকে সম্মানিত হন তিনি। ২০০৪ সালের ১২ জানুয়ারি ওলগার মৃত্যু হয়।

 

.