Read in English
This Article is From Dec 12, 2018

Google Search: ২০১৮ সাল জুড়ে গুগলে সবথেকে বেশি সার্চ করা হয়েছে কী ধরনের শব্দ জানেন?

২০১৮ সাল সবমিলিয়ে হয়তো তেমন ভালো গেল না। তবে, গুগল যে নতুন ভিডিওটি বাজারে এনেছে তা দেখলে নিশ্চিতভাবে মনটা খুশিতে ও মুখটি হাসিতে ভরে উঠবে।

Advertisement
অফবিট

২০১৮ সালে ঘটে যাওয়া কিছু অসম্ভব সুন্দর ও মিষ্টি ঘটনা দিয়ে সাজানো এই ভিডিও

২০১৮ সাল সবমিলিয়ে হয়তো তেমন ভালো গেল না। তবে, গুগল যে নতুন ভিডিওটি বাজারে এনেছে তা দেখলে নিশ্চিতভাবে মনটা খুশিতে ও মুখটি হাসিতে ভরে উঠবে। এই ভিডিওটি প্রকাশ করে গুগল জানাল, ২০১৮ সালে সবথেকে বেশি যে যে শব্দগুলো দিয়ে সার্চ করেছে মানুষ গুগলে, তার প্রত্যেকটিই ভীষণ ইতিবাচক। এবং মনোহরও বটে। গুগলের  নতুন ভিডিওটিতে দেখা যাচ্ছে, স্রেফ 'গুড' শব্দটা সামনে দিয়েই সার্চ করেছেন বহু কোটি মানুষ। সেখানে যেমন রয়েছে হাউ টু বি আ গুড সিটিজেন, আ গুড সিঙ্গার, আ গুড কিসার, হোয়াট মেকস আ গুড ফ্রেন্ড-এর মতো সার্চ। তেমনই রয়েছে আ গুড রোলমডেলের মতো অত্যন্ত ইতিবাচক অনুসন্ধিৎসা দিয়েও সার্চ।

শচীন পাইলট না অশোক গেহলৌত? কে হবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী? উত্তেজনা তা নিয়ে

এই বছর গোটা বিশ্বই আক্ষরিক অর্থেই 'ভালো'র ব্যাপারে কৌতূহলী হয়ে উঠেছে। 

Advertisement


এনআরসি তালিকায় নাম নথিভুক্ত করার শেষ তারিখ বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট

এছাড়া, গুগলের এই ভিডিওতে দেখা যাবে এই বছরে ঘটে যাওয়া অত্যন্ত উল্লেখযোগ্য ও মনে রাখার মতো বহু ঘটনার কোলাজ। মাত্র দু'মিনিটের এই ভিডিওটি ইতিমধ্যেই মন জয় করে ফেলেছে গুগলের ইউজারদের।

  .  

 

 

Advertisement

 

Advertisement