Read in English
This Article is From Jun 19, 2018

গুগল 8,000 ভারতীয় সাংবাদিকদের সত্যতা যাচাইয়ের প্রশিক্ষণ দেবে

ভারতের বিভিন্ন শহরে ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, বাংলা, মারাঠি ও কন্নড় ভাষাতেও এই প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে গুগল ইন্ডিয়া।

Advertisement
অল ইন্ডিয়া

আগামী বছরই এই প্রশিক্ষণ শুরু হবে (প্রতীকী)

নিউ দিল্লি: ভুয়ো খবরের শিকার হওয়া থেকে বাঁচার জন্য এবার সার্চ ইঞ্জিন গুগল এক বড় উদ্যোগ নিলো। তারা জানিয়েছে, আগামী এক বছরের মধ্যে ইংরেজি এবং অন্যান্য ছয়টি ভাষা মিলিয়ে তারা মোট 8,000 ভারতীয় সাংবাদিকদের প্রশিক্ষণ দেবে। সেখানে তাদের এই এই ভুয়ো খবর কিভাবে চিনতে হয় সেটা শেখানো হবে।  ইংরেজি এবং ছয়টি অন্য ভাষার জন্য একটি ট্রেনিং বুট ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রথমে ভারতের বিভিন্ন শহরের প্রায় 200জন সাংবাদিককে প্রথমে এখানে আমন্ত্রণ জানানো হবে।  

এবং নেটওয়ার্ক ট্রেনিংয়ের মধ্যে কোনো কোনো সাংবাদিক দলদের বিভিন্ন পরিকল্পনায় সামিল করা হবে। এর মধ্যে কিছু কিছু ট্রেনিং দুই দিন, একদিন এবং অর্ধ-দিনের পরিকল্পনায় সাজানো হবে। 

ভারতের বিভিন্ন শহরে ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, বাংলা, মারাঠি ও কন্নড় ভাষাতেও এই প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে গুগল ইন্ডিয়া।

Advertisement
এই প্রশিক্ষণে সত্য যাচাইকরণ, অনলাইন যাচাইকরণ এবং ডিজিটাল হাইজিন, ফার্স্ট ড্রাফ্ট, স্টোরিবুল, অল্ট নিউস, বুম লাইভ, ফ্যাক্টচেকার.ইন এবং ড্যাটা লিডসের বিশেষজ্ঞরা প্রধান ভূমিকা পালন করবে।

এশিয়া প্যাসিফিকের গুগল নিউজের জে লিউ বলেছেন, আমাদের এই মুহূর্তের লক্ষ্য 200জন সাংবাদিককে আমরা এমনভাবে প্রশিক্ষণ প্রদান করি যাতে এক বছরের মধ্যে তারা সবাই মিলে অন্তত 8,000 জনকে প্রশিক্ষণ দিতে পারে। এই কাজটি খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে।
 
Advertisement
Advertisement