রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্য সরকারের মতান্তর বারবার প্রকাশ্যে এসেছে।
হাইলাইটস
- উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সম্পর্কে কিছু জানানো হয়নি রাজ্যপালকে
- টুইটে ক্ষোভ প্রকাশ রাজ্যপালের
- আগামী শুক্রবারের ওই সমাবর্তনের আমন্ত্রণপত্রে নাম নেই রাজ্যপালের
কলকাতা: উত্তরবঙ্গের কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান সম্পর্কে (Convocation Of University In North Bengal)কোনও তথ্য তাঁর কাছে পৌঁছয়নি বলে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor Jagdeep Dhankhar)। প্রসঙ্গত, রাজ্যপাল রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। তা সত্ত্বেও তাঁর কাছে সমাবর্তনের কোনও খবর না পৌঁছনোয় ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, রাজ্যের মন্ত্রীদের ওই সমাবর্তনে আমন্ত্রণ জানানো হলেও তাঁকে কিছুই জানানো হয়নি। আগামী শুক্রবার রয়েছে ওই সমাবর্তন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে রাজ্যপালের নাম নেই।
রাজ্যপাল টুইট করে জানান, ‘‘কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হতে চলেছে আগামী ১৪ ফেব্রুয়ারি। মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ ও বিনয়কৃষ্ণ বর্মনকে সমাবর্তনে আমন্ত্রণ জানানো হয়েছে। চ্যান্সেলর, যাঁর সভাপতিত্ব করার অধিকার রয়েছে, তাঁর কাছে কোনও তথ্য নেই! কোনদিকে চলেছি আমরা।''
প্রসঙ্গত, গত বছর তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ওই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন।
গত বছরই রাজ্যপালের দায়িত্ব নেন জগদীপ ধনখড়। তারপর থেকেই তাঁর সঙ্গে একাধিক বিষয়ে মতান্তর হয়েছে রাজ্য সরকারের।