This Article is From Jan 19, 2019

টাকা নয়ছয়ের অভিযোগে কোন সংস্থার বিরুদ্ধে এফআইআর করলো কেন্দ্রীয় সরকার

ন্ত্রকের তরফে একটি ঘোষণায় আগেই জানানো হয়েছে, ‘‘দিল্লি হাইকোর্টের নির্দেশে একটি অন্তর্তদন্তের কমিটি গঠিত হয়েছিল। তারাই জানিয়েছে, আইসিসিডব্লিউ খরচ না হওয়া ৩০৯১৪০৪১ কোটি টাকা (২০১৪-১৬) ফেরত দেয়নি।’’

টাকা নয়ছয়ের অভিযোগে কোন সংস্থার বিরুদ্ধে এফআইআর করলো কেন্দ্রীয় সরকার

২০১৮ সালে ছোটদের সাহসিকতার পুরস্কারটিকেও প্রধানমন্ত্রী ন্যাশনাল চিলড্রেন অ্যাওয়ার্ডের অন্তভুক্ত করে দেওয়া হয়েছে

হাইলাইটস

  • নারী ও শিশুবিকাশ মন্ত্রক এফআইআর দায়ের করেছে এক অলাভজনক সংস্থার বিরুদ্ধে
  • পিটিশনে দাবি করা হয়েছিল অলাভজনক সংস্থা সরকারি টাকার সঠিক ব্যবহার করছে না
  • আদালত সিদ্ধান্ত নেয় এ বিষয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণের আগে তদন্তের প্রয়োজন
নিউ দিল্লি:

নারী ও শিশুবিকাশ মন্ত্রক একটি এফআইআর দায়ের করেছে ইন্ডিয়ান কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ার নামে অলাভজনক সংস্থার বিরুদ্ধে। শুক্রবার তারা জানিয়েছে, সংস্থাটি সরকারি অনুদানের টাকা নয়ছয় করেছে। তারা কোনও সঠিক ব্যালেন্স দেখাতে পারেনি।

বিধায়কদের কেনার টাকা কোথা থেকে পাচ্ছেন, প্রধানমন্ত্রীকে প্রশ্ন কর্নাটকের মুখ্যমন্ত্রীর

আগেই নারী ও শিশুবিকাশ মন্ত্রক একটি তিন সদস্যের কমিটি গঠন করেছিল। তাদের কাজ ছিল অনুদানের টাকা সঠিক ব্যবহার হচ্ছে কি না সে বিষয়ে খতিয়ে দেখা। কারণ দিল্লি হাইকোর্টে এক পিটিশনে দাবি করা হয়েছিল অলাভজনক সংস্থা সরকারি টাকার সঠিক ব্যবহার করছে না।

মন্ত্রকের চোখে পড়ে সত্যিই সরকারের দেওয়া টাকা নিয়মিত ভাবে কাজে লাগানো ও সঠিক জায়গায় পৌছনোর ব্যাপারে খামতি রয়ে গিয়েছে।

মঞ্চ প্রস্তুত, ১৯ জানুয়ারির জন্য প্রহর গুনছে দেশের রাজনৈতিকমহল

এর পরেই আদালত সিদ্ধান্ত নেয় এ বিষয়ে অন্য কোনও সিদ্ধান্ত গ্রহণের আগে তদন্তের প্রয়োজন রয়েছে।

মন্ত্রকের তরফে একটি ঘোষণায় আগেই জানানো হয়েছে, ‘‘দিল্লি হাইকোর্টের নির্দেশে একটি অন্তর্তদন্তের কমিটি গঠিত হয়েছিল। তারাই জানিয়েছে, আইসিসিডব্লিউ খরচ না হওয়া ৩০৯১৪০৪১ কোটি টাকা (২০১৪-১৬) ফেরত দেয়নি।''

আগে সাহসিকতার পুরস্কার আয়োজন করতো আইসিসিডব্লিউ। কিন্তু পিটিশনের পরে কেন্দ্র তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে এবং ২০১৮ সালে ছোটদের সাহসিকতার পুরস্কারটিকেও প্রধানমন্ত্রী ন্যাশনাল চিলড্রেন অ্যাওয়ার্ডের অন্তভুক্ত করে দেওয়া হয়েছে।

আরও খবর দেখুন এখানে

.