This Article is From Dec 16, 2018

রাম মন্দির নির্মাণে অর্ডিন্যান্স আনার দাবি করলেন সাধ্বী সরস্বতী

অযোধ্যা,দিল্লির পর এবার কলকাতা থেকেও রাম মন্দির নির্মাণ করতে অর্ডিন্যান্স আনার দাবি উঠল।

রাম মন্দির নির্মাণে অর্ডিন্যান্স আনার দাবি করলেন সাধ্বী সরস্বতী

রামমন্দির নির্মাণ নিয়ে অর্ডিন্যান্স আনার দাবি কয়েক মাস ধরে উঠছে।

হাইলাইটস

  • কলকাতা থেকেও রাম মন্দির নির্মাণ করতে অর্ডিন্যান্স আনার দাবি উঠল
  • হিন্দু সংগঠনের অনুষ্ঠানে যোগ দিতে শনিবার কলকাতায় আসেন সাধ্বী সরস্বতী
  • রামমন্দির নির্মাণ নিয়ে অর্ডিন্যান্স আনার দাবি কয়েক মাস ধরে উঠছে
কলকাতা:

অযোধ্যা,দিল্লির পর এবার কলকাতা থেকেও রাম মন্দির নির্মাণ করতে  অর্ডিন্যান্স আনার দাবি উঠল। হিন্দু সংগঠনের অনুষ্ঠানে যোগ দিতে শনিবার কলকাতায় আসেন সাধ্বী সরস্বতী। ধর্মতলার জনসভায় তিনি বলেন, হিন্দুস্থান হিন্দুদের জায়গা সেখানে তাদের সঙ্গেই এমন আচরণ কেন করছে সরকার? রাম মন্দির তৈরি করতে অর্ডিন্যান্স নিয়ে আসা হচ্ছে না কেন? শুধু বিজেপি নয় তৃণমূলকেও আক্রমণ করেন তিনি। তাঁর দাবি একটি বিশেষ সম্প্রদায়কে তোষণ করেছে রাজ্য প্রশাসন। সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন এ ধরনের কথা বলে রাজ্যের নাগরিকদের মধ্যে বিভাজন করা যাবে না। মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সবার জন্য কাজ করে।                                           

বিজেপির রথযাত্রায় ‘না' প্রশাসনের, আবার আদালতের দ্বারস্থ হচ্ছে পদ্ম শিবির

রামমন্দির নির্মাণ নিয়ে অর্ডিন্যান্স আনার দাবি কয়েক মাস ধরে উঠছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে অযোধ্যার মামলা কবে হবে সেটা জানা  যাবে জানুয়ারি মাসে। এই কারণেই হিন্দু সংগঠনগুলি চাইছে কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স নিয়ে আসুক। এই দাবিকে সামনে রেখে কিছুদিন আগে অযোধ্যায় বিরাট সম্মেলনের আয়োজন করে বিশ্বহিন্দু পরিষদ। তাতে অংশ নেয় বিজেপি শরিক শিবসেনাও। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে নিজে সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, রামমন্দির নির্মাণ করতে না পারলে বিজেপির ক্ষমতায় ফেরা হবে না।                                                      



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.