This Article is From Jul 22, 2018

জাতীয় নিরাপত্তা বাহিনীতে প্রায় 55 হাজারকে নিয়োগের সিদ্ধান্ত

মোট 54,953 টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে স্টাফ সিলেকশন কমিশন ( এসএসসি)।  জানা গিয়েছে সব থেকে বেশি লোক নেওয়া হবে সিআরপিএফে। সংখ্যাটা 21,566।

জাতীয় নিরাপত্তা বাহিনীতে প্রায় 55  হাজারকে নিয়োগের সিদ্ধান্ত

এখান থেকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা  এনআইএ-তেও  নিয়োগ হবে।

নিউ দিল্লি:

জাতীয় নিরাপত্তা বাহিনীতে প্রায় 55  হাজার জওয়ানকে  নিয়োগ করার সিদ্ধান্ত নিল ভারত সরকার। একসঙ্গে এত জনকে নিয়োগ এর আগে খুব বেশি বার হয়নি বলেই মনে করা হচ্ছে।  সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), বর্ডার সিকিওরিটি ফোর্স (বিএসএফ), ইন্দো-ট্রিবেটিয়ান পুলিশ(আইটিবি)-র মতো বাহিনীতেই হচ্ছে এই বিপুল নিয়োগ।        

মোট 54,953 টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে স্টাফ সিলেকশন কমিশন ( এসএসসি)।  জানা গিয়েছে সব থেকে বেশি লোক নেওয়া হবে সিআরপিএফে। সংখ্যাটা 21,566। সীমান্তে নিরাপত্তা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কাজের ভার দেওয়া হয় এই বাহিনীর জওয়ানদের।  নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখা থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় উদ্ধার কাজে হাত লাগায় এই বাহিনী। সিআরপিএফে কর্মকাণ্ড আরও বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। নতুন ব্যাটেলিয়ানও খুলছে সিআরপিএফ। আর তাই এই বাহিনীতে বেশি পরিমাণে নিয়োগ হচ্ছে। মোট 54,953 টি পদের মধ্যে চাকরি পাবেন  47,307 জন পুরুষ। আর বাকিটায় নিযুক্ত হবেন নারীরা।

এখান থেকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা  এনআইএ-তেও  নিয়োগ হবে। বছর দশেক আগে তৈরি হওয়া এই সংস্থা দেশের বিভিন্ন প্রান্তে হওয়া সন্ত্রাসের তদন্ত করে। সেখানে আরও বেশি করে কর্মী নিয়োগ করছে সরকার।   

  জানা গিয়েছে, আবেদনকারীর বয়স হতে হবে 18-23 বছরের মধ্যে। প্রত্যেকেকে ন্যূনতম দশম শ্রেণি পাস হতে হবে। বেতন হবে 21,700 টাকা থেকে  69,100  টাকার মধ্যে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর কম্পিউটার পরচালিত লেখা পরীক্ষা থেকে শুরু করে শারীরিক ও চিকিৎসা পরীক্ষায় পাস করলে তবে মিলবে চাকরির সুযোগ । আবেদনের শেষ তারিখ সামনের মাসের 20 তারিখ।

   

.