Jammu and Kashmir: একটি বিশেষ গুণমান কমিটি বিভিন্ন ধরণের আপেলগুলির যথাযথ মান নির্ণয় করবে। (ফাইল চিত্র)
নয়া দিল্লি: এবার কৃষকদের কাছ থেকে সরাসরি আপেল কিনবে সরকার, জানানো হল একটি ঘোষণায়। সরকারি আধিকারিকরা ঘোষণা করেন যে জম্মু ও কাশ্মীরে চাষ করা আপেলগুলি সরকার পরিচালিত এনএফইডি দ্বারা সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা (government buys apples) হবে এবং পুরো প্রক্রিয়াটি ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে রাজ্যটিকে (Jammu And Kashmir) দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে গড়ার সরকারি ঘোষণার পরেই জঙ্গিরা হুমকি দেয় যে বাজারে কৃষকদের আপেল বিক্রি করতে দেওয়া হবে না, এরপরেই ওই পদক্ষেপ করে সরকার। জম্মু ও কাশ্মীরের এক সরকারি আধিকারিক জানিয়েছেন, "ভারত সরকার ২০১৯ সালের চলতি মরসুমে জম্মু ও কাশ্মীরে উৎপাদিত আপেলগুলি (Jammu And Kashmir Apples) কৃষকদের কাছ থেকে কিনে নেওয়ার ঘোষণা করেছে। এনএএফইডি ১৫ ডিসেম্বরের মধ্যে মনোনীত রাজ্য সরকারি এজেন্সিগুলির মাধ্যমে আপেল সংগ্রহের পুরো প্রক্রিয়াটি শেষ করবে" ।
Jammu And Kashmir: হুমকি পোস্টার দেওয়ায় গ্রেফতার ৮ লস্কর-ই-তৈবা জঙ্গি
ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেডের উদ্দেশ্য হ'ল কৃষকদের উপকারে কৃষিজমির সমবায় বিপণন প্রচার করা।
প্রকৃত আপেল উৎপাদনকারীদের কাছ থেকে সরাসরি এই আপেল সংগ্রহ করা হবে এবং রাজ্য প্রশাসন সরাসরি বেনিফিট ট্রান্সফারের (ডিবিটি) মাধ্যমে আপেল চাষীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রদান করবে।
জম্মু ও কাশ্মীরের সমস্ত আপেল উৎপাদনকারী জেলা এবং সোপোর,সোপিয়ান ও শ্রীনগরের মনোনীত পাইকারি বাজার থেকে সমস্ত বিভাগের আপেল অর্থাৎ এ, বি এবং সি সংগ্রহ করা হবে, জানিয়েছেন ওই সরকারি আধিকারিক।
বিভিন্ন ধরণের আপেলের ন্যায্য মূল্যগুলি জাতীয় উদ্যানতত্ত্ব বোর্ডের সদস্য অন্তর্ভুক্ত মূল্য কমিটি দ্বারা নির্ধারিত হবে। একটি বিশেষ গুণমান কমিটি বিভিন্ন ধরণের আপেলগুলির যথাযথ মান নির্ণয় করবে।
কাশ্মীর নিয়ে পাক-চিন কথা,পাক অধিকৃত কাশ্মীর 'করিডোর' নিয়ে উদ্বিগ্ন ভারত
এর আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেন যে, প্রতিদিন উপত্যকা থেকে প্রায় ৭৫০টি আপেল বহনকারী ট্রাক দেশের অন্যান্য অঞ্চলে বাণিজ্যের জন্য যায়।
এদিকে আপেল চাষীদের নানা ভাবে ভুল বুঝিয়ে তাঁদের উপর চাপ সৃষ্টি করতে চাইছে জঙ্গিরা। তাঁদের আপেল বিক্রি করতে দেওয়া হবে না বলেও হুমকি দিচ্ছে তাঁরা । শুধু হুমকি দিয়েই ক্ষান্ত দেয়নি জঙ্গিরা। গত শুক্রবার দু'জন জঙ্গি সোপোরের এক বিশিষ্ট ফল ব্যবসায়ীর পরিবারের সদস্যদের উপর হামলা করে এবং যাতে তাঁর ২৫ বছরের ছেলে এবং আড়াই বছরের নাতনি আহত হয়।