This Article is From Jan 22, 2020

অসুস্থ শঙ্খ ঘোষকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যপাল 

মঙ্গলবার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে শ্বাসনালীর সংক্রমণ নিয়ে ভর্তি হন প্রবীণ কবি। তাঁর অবস্থা এখন স্থিতিশীল।

অসুস্থ শঙ্খ ঘোষকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যপাল 

শঙ্খ ঘোষ এখন ভাল আছে জানিয়ে রাজ্যপাল টুইট করেন।

হাইলাইটস

  • অসুস্থ শঙ্খ ঘোষের সঙ্গে দেখা করতে হাসপাতালে গেলেন রাজ্যপাল
  • শ্বাসনালীর সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি রাজ্যপাল
  • তাঁর অবস্থা এখন স্থিতিশীল

বুধবার সকালে বর্ষীয়ান কবি শঙ্খ ঘোষের (Sankha Ghosh) সঙ্গে দেখা করতে হাসপাতালে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)৷ মঙ্গলবার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে শ্বাসনালীর সংক্রমণ নিয়ে ভর্তি হন প্রবীণ কবি। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। এই অবস্থায় তাঁর সঙ্গে এদিন দেখা করলেন রাজ্যপাল। তাঁর সঙ্গে দেখা করার পর রাজ্যপাল নিজে টুইট করে ছবি পোস্ট করেন তাঁদের সাক্ষাতের। তিনি লেখেন, ‘‘৮৭ বছরের পদ্মভূষণ শঙ্খ ঘোষকে দেখতে হাসাপাতালে গিয়েছিলাম।'' শঙ্খ ঘোষ এখন ভাল আছে জানিয়ে রাজ্যপাল জানান, তাঁর সঙ্গে কবির মেয়ে ও জামাইয়েরও সাক্ষাৎ হয়েছে। ২০১৬ সালে কবির জ্ঞানপীঠ ও ১৯৭৭ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাওয়ার কথাও রাজ্যপাল‌ তাঁর টুইটে উল্লেখ করেন।

পদ্মভূষণ, জ্ঞানপীঠ পুরস্কার ও সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছেন কবি। ২০১১-য় পদ্মভূষণ পান কবি শঙ্খ ঘোষ। ২০১৬ সালে জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত করা হয় তাঁকে।

অসুস্থ শঙ্খ ঘোষ হাসপাতালে, অবস্থা স্থিতিশীল

১৯৭৭ সালে ‘বাবরের প্রার্থনা'র জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান শঙ্খ ঘোষ।

১৯৯৯ সালে কন্নড় নাটক বাংলায় ‘রক্তকল্যাণ' অনুবাদ করে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান তিনি। কলকাতা ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ছিলেন তিনি।

.