This Article is From Nov 27, 2019

বিধানসভায় সম্মান প্রদর্শন করেননি মুখ্যমন্ত্রী, অভিযোগ রাজ্যপালের

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, ‘‘এমনকী, প্রধানমন্ত্রীও হাসেন এবং কথা বলেন দেখা হলে। উনি কখনও এমন ব্যবহার করেন না।’’

বিধানসভায় সম্মান প্রদর্শন করেননি মুখ্যমন্ত্রী, অভিযোগ রাজ্যপালের

নয়। মাস কয়েক আগে রাজ্যপাল হিসেবে শপথ নেওয়ার পর থেকেই রাজ্যপালের সঙ্গে রাজ্যের শাসক দল বারবার সংঘাতে জড়িয়ে পড়েছে। (ফাইল চিত্র)

মঙ্গলবার সংবিধান দিবস উপলক্ষে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar)প্রতি কোনও রকম সম্মান প্রদর্শন করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। থেকেছেন তাঁর থেকে দূরে দূরে মুখ্যমন্ত্রী। বুধবার এই অভিযোগ আনলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। জুলাই মাসে দায়িত্বগ্রহণের পর এই প্রথম রাজ্যপাল বিধানসভায় যান। তিনি অভিযোগ জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর ব্যবহারে তিনি বিস্মিত ও স্তম্ভিত হয়েছেন। একটি টুইট করে তিনি জানান, কক্ষের নেতা মাননীয় মুখ্যমন্ত্রী তাঁর থেকে দূরত্ব বজা রেখেছিলেন। এবং যখন রাজ্যপাল বিআর আম্বেদকারের মূর্তিতে পুষ্পস্তবক দিতে আসেন, তখনও তিনি এগিয়ে আসেননি। ওই অনুষ্ঠানের সময় বা তার আগে পরে কোনও সময়ই রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী পরস্পরকে সম্বোধন করেননি।

"সমঝোতা বাইরে": বিধানসভায়ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপালের দ্বন্দ্ব

পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘‘এমনকী, প্রধানমন্ত্রীও হাসেন এবং কথা বলেন দেখা হলে। উনি কখনও এমন ব্যবহার করেন না।''

মুখ্যমন্ত্রী এহেন অভিযোগের জবাবে আর একটি টুইটে রাজ্যপাল জানান, মুখ্যমন্ত্রীই বিস্ময়কর ভাবে কোনও সৌহার্দ্য বিনিময় করেননি। যা দেখে তিনি স্তম্ভিত ও বিস্মিত হয়ে যান।

কয়েকজন রাজ্যপাল সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছেন, বললেন অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘‘রাজ্যপালের মনে রাখা উচিত উনি পশ্চিমবঙ্গে রয়েছেন। কাশ্মীরে নয়।''

ধনখড় টুইটে এ প্রসঙ্গে জানান, সংবিধান দিবস একটি বিশেষ দিন। কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করার ঐতিহাসিক পদক্ষেপের প্রসঙ্গ তুলে তিনি বলেন, যাঁদের এতে আপত্তি রয়েছে, তা প্রতিফলিত হয়েছে তাঁদের আচরণ থেকে। তিনি জানান, ‘‘আমাদের কাছে দেশই প্রথম।''

পাশাপাশি তিনি বিস্ময় প্রকাশ করেন রাজ ভবনে সংবিদান দিবসের অনুষ্ঠানে রাজ্য সরকারের কোনও প্রতিন‌িধি না আসায়।

মমতা বন্দ্যোপাধ্যায় ও জগদীপ ধনখড়ের মধ্যে সমস্যা নতুন নয়। মাস কয়েক আগে রাজ্যপাল হিসেবে শপথ নেওয়ার পর থেকেই রাজ্যপালের সঙ্গে রাজ্যের শাসক দল বারবার সংঘাতে জড়িয়ে পড়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের উদ্দেশে জানিয়েছেন, ‘‘আমি ভাল করে জানি আপনাকে কে পাঠিয়েছে, কেন এবং কোন উপলক্ষে পাঠিয়েছে।''

মঙ্গলবার রাজ্যপাল বিধানসভার কক্ষ ত্যাগ করার আগে সকলের উদ্দেশে ‘‘জয় হিন্দ'' বললে তৃণমূল বিধায়ক ও বহু মন্ত্রী তাঁকে ‘‘জয় বাংলা'' বলেন।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.