আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা ও আইটিসি সংস্থার চেয়ারম্যান যোগেশ চন্দ্র দেবেশ্বরকে অন্তর্ভুক্ত করা হল
নিউ দিল্লি: জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বোর্ডে গতকাল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা এবং আইটিসি সংস্থার চেয়ারম্যান যোগেশ চন্দ্র দেবেশ্বরকে অন্তর্ভুক্ত করা হল। বিপুল ক্ষতির মুখে পড়া এই জাতীয় বিমান সংস্থাটির আর্থিক অনুদান দেওয়ার জন্য সংসদের অনুমোদন প্রত্যাশী ভারত সরকার একদিন বাদেই এয়ার ইন্ডিয়ার বোর্ডের পরিবর্ধন করার সিদ্ধান্ত নিল। 44 বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির মালিক আদিত্য বিড়লা গ্রুপের মালিক এবং গত তিন বছর ধরে আইটিসির চেয়ারম্যান যোগেশ চন্দ্র দেবেশ্বরকে সংশ্লিষ্ট মন্ত্রক থেকে গতকাল সন্ধেবেলা এই বিমান সংস্থার বোর্ডে নিয়ে আসা হয়।
এয়ার ইন্ডিয়াকে সাহায্যের জন্য 980 কোটি টাকা অনুদানের অনুমোদনের জন্য গতকাল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবেদন করা হয়। তাঁদের নিয়োগ পত্রটি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার পক্ষ থেকে পাশ করা হয়। একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী জানিয়েছিলেন এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা চললেও কীভাবে তা কার্যকর হবে, সেই সিদ্ধান্তটি বাজারের পরিস্থিতির ওপর নির্ভর করে গ্রহণ করা হবে।
এয়ার ইন্ডিয়া ছাড়াও, আরও চারটি সরকারি সংস্থার উন্নতিকরণের লক্ষ্যে বেসরকারি সংস্থার আরও কয়েকজন শীর্ষ আধিকারিককে নিযুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল সিডস কর্পোরেশন লিমিটেডের দায়িত্বে এলেন শ্যামবীর সাইনি এবং, গুরমহিন্দর সিংহ দায়িত্বগ্রহণ করলেন ভারত আর্থ মুভার্স লিমিটেডের।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)