This Article is From Feb 01, 2020

Budget 2020: এবার বেসরকারিকরণের পথে এলআইসি, শেয়ারের একাংশ বিক্রি করে দিচ্ছে সরকার

Budget 2020: অর্থমন্ত্রী তাঁর বাজেট ভাষণে জানান, ‘‘সরকার এলআইসিকে স্টক এক্সচেঞ্জের তালিকায় রাখতে চলেছে।’’

Budget 2020: এবার বেসরকারিকরণের পথে এলআইসি, শেয়ারের একাংশ বিক্রি করে দিচ্ছে সরকার

Budget 2020: অর্থমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

হাইলাইটস

  • এলআইসি বা জীবনবিমা নিগমে নিজের শেয়ারের একাংশ বিক্রি করে দিচ্ছে সরকার
  • এদিন বাজেটের ভাষণে একথা জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন‌
  • আগামী এপ্রিল মাস থেকে এই পদক্ষেপ করতে চলেছে সরকার

এলআইসি (LIC) বা জীবনবিমা নিগমে নিজের শেয়ারের একাংশ বিক্রি করে দিচ্ছে সরকার। শন‌িবার কেন্দ্রীয় বাজেট (Budget 2020) পেশ করার সময় এই ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তিনি তাঁর বাজেট ভাষণে জানান, ‘‘সরকার এলআইসিকে স্টক এক্সচেঞ্জের তালিকায় রাখতে চলেছে।'' সরকারের এই সিদ্ধান্ত হতে চলেছে সাম্প্রতিক সময়ে দেশের সবচেয়ে বড় বেসরকারিকরণের ঘটনা। আগামী এপ্রিল মাস থেকে শুরু হতে চলা অর্থবর্ষে এলআইসিকে তালিকাভুক্ত করতে চলেছে সরকার। এলআইসির আংশিক বেসরকারিকরণ দেশের অর্থ‌নীতিকে চাঙ্গা করতে বড় বিলগ্নিকরণের প্রস্তাব হতে চলেছে।

এই বছরের ক্ষেত্রে বিলগ্নিকরণের সীমা ১৮,০০০ কোটি টাকার নীচে যাবে না।

স্টক এক্সচেঞ্জে সংস্থাগুলির তালিকা তৈরি কঠিন হয়ে পড়েছে। কেননা রিয়েল এস্টেট, শিল্প ইত্যাদিতে বড় বিনিয়োগ থাকার অর্থ মূল্যায়নের জন্য তা সময় সাপেক্ষ। এমনটাই জানিয়েছেন এক আধিকারিক।

ভারতের সবচেয়ে বড় বিমা সংস্থা এলআইসির সারচার্জ বা উদ্বৃত্ত অর্থের পরিমাণ ৯.৯ শতাংশ বেড়ে ৫৩২.১৪ বিলিয়ন টাকা হয়ে দাঁড়িয়েছে।

এই প্রথম এলআইসির উদ্বৃত্ত ৫০০ বিলিয়নের অঙ্ক ছাড়াল।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.