বিজেপি কর্মীদের মৃত্যু নিয়েও সরব হন তিনি
কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধীদের প্রস্তাবিত মহাজোট কল্পনা ছাড়া আর কিছুই নয়। এমনটাই মনে করেন বিজেপির মুখপাত্র নালিন কোহলি। তাঁর কথায়, 'এই জোটের নেতা কে, আদর্শ কী আর কোন দলই বা এতে আছে সেটা স্পষ্ট নয়। ' সাংবাদিকদের মুখোমুখি হয়ে শনিবার কলকাতায় এমনটাই বলেন তিনি।
নলিনের আগে তাঁর দলের সভাপতি অমিত শাহও এ রাজ্যে এসে মহাজোট নিয়ে কটাক্ষ করে গিয়েছেন। তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এ ব্যাপারে উদ্যোগ নিয়েছেন বলে তাঁরও সমালোচনা করেন আমিত। বলেন, ' দিল্লি নিয়ে ভাবার আগে মমতার উচিত বাংলার সংগঠন ধরে রাখা।'
বণিক সভা ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স আয়োজিত একটি আলোচনা সভায় যোগ দিতে শহরে আসেন নালিন। বিরোধীদের জোট প্রসঙ্গে কটাক্ষ করার পাশাপাশি বিজেপি কর্মীদের মৃত্যু নিয়েও সরব হন তিনি।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)