আয়ুষ্মান ভারত প্রকল্পের তহবিলের জন্যে ভাল ব্যয় করা উচিত, বলেন কংগ্রেস নেতা Salman Khurshid
Lucknow: মোদী সরকারের আনা স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারতের (Aayushman Bharat) প্রশংসা করলেন বিরোধী দল কংগ্রেসের এক প্রবীণ নেতা । কংগ্রেস নেতা সলমন খুরশিদ বলেন, এই স্বাস্থ্য প্রকল্পটি সকলেরই সমর্থন পেয়েছে।লখনউয়ের অর্থ কমিশনের পঞ্চদশ সভায় তিনি (Salman Khurshid) বলেন, "এটি দরিদ্রের পাশাপাশি মধ্যবিত্ত শ্রেণির জন্যও একটি দুর্দান্ত উদ্যোগ। প্রত্যেকের এই প্রকল্পটি সমর্থন করা উচিত। এটি একটি ভাল পরিকল্পনা যেটিকে প্রত্যেক ব্যক্তির সমর্থন করা উচিত" ।
তবে তিনি সমালোচনার সুরে একথাও বলেন যে, আয়ুষ্মান ভারত প্রকল্পটি সঠিকভাবে কার্যকর হয়নি এবং এর জন্য বরাদ্দকৃত অর্থ ঠিকভাবে ব্যয় করা হয়নি।
আয়ুষ্মান ভারত প্রকল্পটি দেশের দরিদ্র মানুষদের স্বাস্থ্য সুবিধা দেওয়ার জন্য চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।